ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বসুন্ধরায় ৬ ঘণ্টার অভিযান

প্রকাশিত: ০৬:৩৮, ১০ আগস্ট ২০১৮

বসুন্ধরায় ৬ ঘণ্টার অভিযান

স্টাফ রিপোর্টার ॥ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেফতারে রাজধানীর বসুন্ধরা ও তার আশপাশে পুলিশ টানা ছয় ঘণ্টা ব্লক রেইড দিয়ে অভিযান চালিয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত সেই অভিযান চলে। এরপর অভিযান সমাপ্ত ঘোষণা করে ঢাকা মহানগর পুলিশ। যদিও অভিযানে কেউ গ্রেফতার হয়নি। অভিযানের আগে ঘটনাস্থলে আনা হয় পুলিশের বিশেষ সাঁজোয়া যান, কমান্ডিং কারসহ অত্যাধুনিক সরঞ্জামাদি। এমন ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নেয়। প্রতিটি মোড়ে তল্লাশি চালায়। ভাটার থানার ওসি এস এম নুরুজ্জামান জানান, মাদক, সন্ত্রাসীসহ সব ধরনের অপরাধীদের গ্রেফতারের জন্য বিশেষ ওই অভিযানটি চালানো হয়েছিল। পুরো বসুন্ধারা আবাসিক এলাকার ভেতরে ও গুলশানের কালাচাঁদপুরসহ আশপাশে একযোগে অভিযানটি শুরু করা হয়েছিল। পুরো আগস্ট মাস জুড়েই এমন অভিযান চলমান থাকবে। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন, যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম, গুলশান বিভাগের উপকমিশনার এসএম মোস্তাক আহমেদ খানসহ উর্ধতন কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তারাই পুলিশ সদস্যদের অভিযানের আগে ব্রিফ করেন। এরপরই পুলিশ সদস্যরা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অভিযানটি চালায়। গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবদুল আহাদ জানান, ভাটারা থানা এলাকার বিভিন্ন বাসা ও মেসে ব্লক রেইড শুরু হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ডিএমপি পুলিশ নিয়মিতই এমন অভিযান চালায়। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ঈদ উপলক্ষে এমন অভিযান চলছে।
×