ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মার্কিন পণ্যে ৪ স্তরে শুল্ক বসানোর হুমকি দিয়েছে বেজিং

প্রকাশিত: ০৬:৩৪, ১০ আগস্ট ২০১৮

মার্কিন পণ্যে ৪ স্তরে শুল্ক বসানোর হুমকি দিয়েছে বেজিং

নতুন করে ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে বাড়তি শুল্কারোপের জবাবে ৬ হাজার কোটি ডলারের মার্কিন পণ্যে ৪ স্তরে শুল্ক বসানোর হুমকি দিয়েছে বেজিং। তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মুক্ত বাণিজ্যের বিকল্প নেই। আর জনসাধারণের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে মুক্ত বাণিজ্য চালু রাখতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে বেজিং। এদিকে চীনের সঙ্গে আলোচনার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার আশ্বাস ট্রাম্প প্রশাসনের। আন্তর্জাতিক বাণিজ্যে সবার জন্য সমান সুযোগ রাখতে মুক্ত বাণিজ্যের পক্ষে অনড় চীন। তবে ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্কারোপে পাল্টা জবাবও দিচ্ছে দেশটি। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ২০ হাজার কোটি ডলারের পণ্যে শুল্ক বসালে ৬ হাজার কোটি ডলারের পণ্যে শুল্ক বসাবে বেজিং। এদিকে মার্কিন সংবাদমাধ্যম জানায়, বাণিজ্য সম্পর্ক অব্যাহত রাখতে চীনের সঙ্গে আবারও আলোচনায় বসতে চায় প্রশাসন। -অর্থনৈতিক রিপোর্টার
×