ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ড্রাগন সোয়েটারের সম্পদ পুনর্মূল্যায়ন

প্রকাশিত: ০৬:২৯, ১০ আগস্ট ২০১৮

ড্রাগন সোয়েটারের সম্পদ পুনর্মূল্যায়ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ সমস্ত ফিক্সড অ্যাসেট পুনর্মূল্যায়ন করেছে। এতে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) বেড়েছে ৬ টাকা ৬৩ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটি বাংলাদেশ এ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (বিএএস) অনুযায়ী ল্যান্ড, বিল্ডিং, প্লান্ট মেশিনারিজ পুনর্মূল্যায়ন করে। আগে সম্পদের পরিমাণ ছিল ৮৪ কোটি ৮৮ লাখ ৪৫ হাজার ৯৯ টাকা। পুনর্মূল্যায়ন করে সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭২ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার ৮২৬ টাকা। এতে পুনর্মূল্যায়ন করে সম্পদ বেড়েছে ৮৭ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭২৭ টাকা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১৩ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। সেই হিসাবে শেয়ারপ্রতি এনএভি বাড়েছে ৬ টাকা ৬৩ পয়সা। ৩০ জুন ২০১৮, সমাপ্ত হিসাব বছর ধরে এই সম্পদ পুনর্মূল্যায়ন করা হয়েছে। নিরীক্ষক প্রতিষ্ঠান আতা খান এ্যান্ড কো এই পুনর্মূল্যায়ন করেছে। -অর্থনৈতিক রিপোর্টার সিএপিএম মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ৩০ জুন, ২০১৮ সমাপ্ত বছরের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার ট্রাস্টি কমিটির সভায় এ লভ্যাংশের সিদ্ধান্ত হয়। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয় আগামী ৪ সেপ্টেম্বর। সমাপ্ত বছরে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১০ টাকা ৩৩ পয়সা ও ইউনিট প্রতি আয় (ইপিইউ) ৭৭ পয়সা। আর ক্রয় মূল্যের ভিত্তিতে এনএভি হয়েছে ১১ টাকা ১১ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×