ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

উপস্থিত বুদ্ধির জোরে

প্রকাশিত: ০৬:২৭, ১০ আগস্ট ২০১৮

উপস্থিত বুদ্ধির জোরে

আমেরিকার নিউইয়র্কে কর্মরত পুলিশ জেসি ফেরেরিয়া কাভালো অন্যান্য দিনের মতো গত শুক্রবারও কাজে যাচ্ছিলেন। দেখতে পেলেন ফ্লাইওভারের ওপর থেকে ১২ বছর বয়সী একটি ছেলে লাফ দিয়েছে। সে অচেতন অবস্থায় পড়ে আছে। এটি দেখে তিনি অতি দ্রুত তার গাড়িটি পার্ক করে রেখে ফার্স্ট এইড বক্স নিয়ে তিনি নিজেই লাফ দেন বাচ্চাটিকে বাঁচাতে। শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয় -সিবিএস নিউজ তোপের মুখে কুয়েতি ব্লগার সুন্দুস আল কাত্তান কুয়েতির সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত মুখ। তিনি বিউটি ব্লগার হিসেবেই বেশি পরিচিত। সম্প্রতি দেশটি ফিলিপিনো গৃহকর্মীদের সপ্তাহে একদিন ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে একটি আইন পাস হয়েছে। সুন্দুস এই আইনের সমালোচনা করে বলেছেন গৃহকর্মীদের এত সুবিধা দেয়া আবশ্যক কেন। এমন মন্তব্য করার পর তার ফ্যানরা তার বিরুদ্ধে সমালোচনা মুখর হয়েছে। উল্লেখ্য, ইনস্টাগ্রামে তার ২.৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে -ইন্ডেপেন্ডেন্ট
×