ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করুণানিধির শেষকৃত্যে পদপিষ্ট হয়ে নিহত ২

প্রকাশিত: ০৬:২৬, ১০ আগস্ট ২০১৮

করুণানিধির শেষকৃত্যে পদপিষ্ট হয়ে নিহত ২

ভারতের তামিলনাড়ু রাজ্যে পাঁচবারের মুখ্যমন্ত্রী প্রয়াত এম করুণানিধির শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে আসা জনতার মিছিলে পদদলিত হয়ে অন্তত দুইজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও কমপক্ষে ৪৭ জন। সরকারী একটি হাসপাতালের এক চিকিৎসক একথা জানিয়েছেন। বিবিসি। মঙ্গলবার সন্ধ্যার দিকে চেন্নাইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তামিল রাজনীতির কিংবদন্তি নেতা করুণানিধি। বুধবার চেন্নাইয়ে তার শেষকৃত্যে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসা ডিএমকে দলীয় সমর্থক ও শুভানুধ্যায়ীদের ঢল নামে। কিন্তু শেষকৃত্যস্থলে জায়গার তুলনায় জনসমাগম কয়েকগুণ বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মরদেহ শায়িত রাখা হয়েছিল রাজাজি হলে। সেখানে পুলিশ একটি নির্দিষ্ট পথ দিয়ে মানুষজনকে ভেতরে ঢোকাচ্ছিল। কিন্তু হলের প্রবেশপথে হঠাৎ করেই ভিড় বেড়ে গেলে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে যায়। এ সময় সবাই হুড়মুড়িয়ে হলের ভেতরে ঢোকার চেষ্টা করলে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনা ঘটে। আহত ৪৭ জনকেও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি। রাজাজি হল থেকে করুণানিধির মরদেহ মেরিনা বিচের আন্না চত্বরে নিয়ে সেখানেই তাকে সমাহিত করার কথা রয়েছে। এর আগে করুণানিধির শেষকৃত্য কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়ে তা আদালতে গড়িয়েছিল।
×