ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁস-চক্রের নয় সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৯, ১০ আগস্ট ২০১৮

প্রশ্নপত্র ফাঁস-চক্রের নয় সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ বিসিএস, ব্যাংক, সরকারী চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ নানা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের হোতাসহ নয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এদের মধ্যে চারজনের কাছে প্রায় ১০ কোটি টাকার নগদ অর্থ ও সম্পদের সন্ধান পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির সংঘবদ্ধ অপরাধ দমন শাখার বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলো ইব্রাহিম (২৮), আইয়ুব আলী ওরফে বাঁধন, মোস্তফা কামাল (২৮), মনোয়ার হোসেন (৪২), নুরুল ইসলাম (৪৭), হাসমত আলী সিকদার (৩৫), হোসনে আরা বেগম (৩৮), গোলাম মোহাম্মদ বাবুল (২৫) ও অলিপ কুমার বিশ্বাস (৩৯)। গ্রেফতারকৃতদের মধ্যে অলিপ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির ‘মাস্টার মাইন্ড’। কয়েক বছরে সে জালিয়াতির মাধ্যমে তিন কোটি টাকার বেশি আয় করেছে। ইব্রাহিম, মোস্তফা ও বাঁধন বিসিএসসহ সকল নিয়োগ পরীক্ষায় জালিয়াতির মূল হোতা। অলিপ, ইব্রাহিম, মোস্তফা ও বাঁধনের প্রায় ১০ কোটি টাকার নগদ অর্থ ও সম্পদের সন্ধান পাওয়া গেছে। তিনি জানান, গত বছরের ১৯ অক্টোবর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি হলে প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াত চক্র ধরতে অভিযান পরিচালিত হয়। ২০ অক্টোবর শাহবাগ থানায় একটি মামলা হয়। এরপর মাস্টার মাইন্ড নাটোরের ক্রীড়া কর্মকর্তা রাকিবুল হাসান এছামীসহ চক্রের ২৮ আসামি গ্রেফতার করা হয়। সেই ধারাবাহিকতায় গ্রেফতার করা হয় এদের।
×