ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে নৈশপ্রহরী খুন, পুড়িয়ে হত্যা সন্দেহভাজনকে

প্রকাশিত: ০৬:০৬, ১০ আগস্ট ২০১৮

দিনাজপুরে নৈশপ্রহরী খুন, পুড়িয়ে হত্যা সন্দেহভাজনকে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জেলার বীরগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে সন্ত্রাসী হামলায় একজন নিহত ও দুইজন আহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গণপিটুনি দেয়ার পর পুড়িয়ে হত্যা করেছে এলাকাবাসী। পরে দু পক্ষের উত্তেজনায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। বৃহস্পতিবার ভোরে এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলো- বীরগঞ্জ উপজেলার জগদল ডাঙ্গাপাড়া এলাকার সুরুজ মিয়া (৪৫) ও একই এলাকার তারামিয়ার ছেলে রবিউল ইসলাম (২৬)। আহতরা হলো- একই এলাকার একটি মুরগি ফার্মের নৈশ প্রহরী শহীদ (৩০) ও তার তিন বছরের ছেলে একরামুল। তাদের মধ্যে শহীদকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একরামুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ পড়ে বাড়িতে ফিরছিলেন সুরুজ মিয়া, শহীদ ও একরামুল। এ সময় তাদের ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে পালিয়ে যায় রবিউল ইসলাম। এতে ঘটনাস্থলেই সুরুজ মিয়া মারা যান। জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর সকাল ৬টা থেকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। সকাল পৌনে ৮টার দিকে এলাকাবাসী হত্যাকারী রবিউলকে কাহারোল উপজেলার তেরো মাইল গড়েয়া নামক এলাকা থেকে ধরে নিয়ে এসে গণপিটুনি দেয়। পরে একপর্যায়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয়। এ সময় রবিউলের বসতবাড়ি গুঁড়িয়ে দেয় ক্ষুব্ধ গ্রামবাসী। এ সময় বাড়ি ছেড়ে পালিয়ে রক্ষা পায় তার পিতামাতাসহ স্বজনরা এই ঘটনার জেরে সকাল থেকেই দফায় দফায় মহাসড়ক অবরোধ করে দু পক্ষের লোকজন। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে যান চলাচল শুরু হয়। এলাকাবাসীর দাবি, রবিউল সন্ত্রাসী হিসেবে পরিচিত। প্রায় ২ মাস আগে সুরুজ মিয়ার ভাতিজা বশিরকেও সে কুপিয়ে হত্যা করে। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’ এ বিষয়ে দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম বলেন, এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×