ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে ॥ রাজ্জাক

প্রকাশিত: ০৬:০০, ১০ আগস্ট ২০১৮

আদিবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে ॥ রাজ্জাক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৯ আগস্ট ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সম্প্রতি ছোট ছোট শিক্ষার্থী ও তরুণরা সামাজিক আন্দোলন গড়ে তুলেছিল। তাদের এই আন্দোলন সকলের বিবেককে জাগ্রত করেছে। কোমলমতি শিক্ষার্থীরা যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই প্রধানমন্ত্রী সব দাবি মেনে নিয়েছেন। এখন এগুলো সংসদে উপস্থাপন করা হবে। এরপরও যদি কোন ভুলত্রুটি থেকেও থাকে তা সংসদে চুলচেরা বিশ্লেষণ করে সংশোধন, যুগোপযোগী ও আধুনিক করে নিরাপদ সড়ক আইন পাস করা হবে। তিনি বলেন, দেশের রাজনৈতিক ও সুশীল সমাজের কিছু নামধারী ব্যক্তি তাদের রাজনৈতিক উদ্দেশ্যে এই আন্দোলনকে কালিমা লেপন করতে চেয়েছিল। বৃহস্পতিবার দুপুরে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে জলছত্র কর্পোষ্ট খ্রীষ্টি উচ্চ বিদ্যালয় মাঠে আদিবাসী ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক একথা বলেন।
×