ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:৫৯, ১০ আগস্ট ২০১৮

ঝলক

ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা থাকলে উপায় হয়-এ কথার যথার্থতা প্রমাণ করল গ্যাব্রিয়েল হারেদিয়া নামে এক আর্জেন্টাইন যুবক। জন্ম থেকেই দুটি হাত নেই ২০ বছর বয়সী হারেদিয়ার। তাতে কী। শুধু ইচ্ছা শক্তি আর অধ্যবসায় দিয়ে একজন চৌকস নরসুন্দরের তকমা পেয়েছে ছেলেটি। তার কাছে চুল কাটাতে আর্জেন্টিনার দূরদূরান্ত থেকে লোকজন চলে আসে। দীর্ঘ সময় অপেক্ষা করে হলেও তাকে দিয়ে পছন্দ মতো চুলের ছাঁট দেয় লোকজন। এমনকি গ্যাব্রিয়েল হারেদিয়াকে দিয়ে অনেক আর্জেন্টাইন সেলিব্রেটিও চুলের ছাঁট দেন। তাকে নিয়ে সম্প্রতি গণমাধ্যমে খবর বেরোলে অনেক লোকজন গ্যাব্রিয়েল হারেদিয়ার সঙ্গে দেখা করতে আসে। গণমাধ্যমের সঙ্গে সাক্ষাতকারে তিনি বলেন, জন্ম থেকেই আমার হাতের কব্জি নেই। তবে আমি সমাজের কাছে বোঝা হতে চাইনি। তাই আমি এমন কাজ শিখতে চেয়েছি যা সহজ ও রুচিশীল। এ ভাবনা থেকে আমি ১৪ বছর বয়স থেকে নাপিতের কাজ শেখা শুরু করি। অন্যান্য নাপিতের পাশে দাঁড়িয়ে নানা রকম চুল ছাঁট দেখতে থাকি। এক পর্যায়ে আমার হাতের বাকি অংশ দিয়ে অন্যের চুল কাটতে থাকি। বর্তমানে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে সেলুন খুলেছেন গ্যাব্রিয়েল হারেদিয়া। তাকে তার মেয়েবন্ধু ইয়ানিনা সবসময় সহায়তা করে। -অডিটি সেন্ট্রাল অবলম্বনে। সোশ্যাল মিডিয়া সেনশেসন আমাদের দেশের সোশ্যাল মিডিয়া সেনশেসন হিরো আলমের কথা মনে আছে? ঠিক বাংলাদেশের হিরো আলমের মতো আরেকজন সোশ্যাল মিডিয়া সেনশেসনের খোঁজ মিলেছে পাকিস্তানে। দেশটির একজন রংমিস্ত্রি তার গায়কী প্রতিভা দিয়ে কোটি মানুষের মন কেড়েছেন। মোহাম্মদ আরিফ নামের এই রংমিস্ত্রি সম্প্রতি ফেসবুক লাইভে হামারি আধুরি কাহানি, চান্না মেরেয়া, ফির লে আয়া দিল ইত্যাদি গান গায়। গানগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশসহ অন্যান্য দেশের লাখ লাখ লোক হুমড়ি খেয়ে পড়ে। অল্প সময়ে তার গানগুলো কয়েক কোটি লোক শোনে। ভারতের অনেক প্রতিষ্ঠিত শিল্পীর গানও এতটা ভাইরাল হয়নি। পহেলা আগস্ট তার গানগুলো পোস্ট হওয়ার পর থেকে ইন্টারনেটে তাকে খুঁজেছে ৩৭ লাখ লোক। এরপর বয়ে যায় কমেন্টের বন্যা। একজন ভারতীয় নাগরিক লিখেছেন, মোহাম্মদ আরিফের গান শুনে চোখে জল এসে গেছে’, ‘উনি সেলিব্রিটি হওয়ার যোগ্যতা রাখেন। ‘ঘণ্টার পর ঘণ্টা তার গান শোনা যায়। অনেকে আবার তাকে বলিউডে সুযোগ দেয়ার দাবি তুলেছেন। -গালফ নিউজ অবলম্বনে।
×