ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুমতি ছাড়া খালেদার বক্তব্যের বই প্রকাশকারী ৩ জন রিমান্ডে

প্রকাশিত: ০৫:৫৮, ১০ আগস্ট ২০১৮

অনুমতি ছাড়া খালেদার বক্তব্যের বই প্রকাশকারী ৩ জন রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের বক্তব্য আদালতের অনুমতি ছাড়া বই আকারে প্রকাশকারী তিন জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আসামিরা হলেনÑ আবদুর রহমান নূর ওরফে রাজন ওরফে রাজন বেপারী, মেহেদী হাসান ইভান ও শান্ত ইসলাম জুম্মন। তাদের মধ্যে রাজন ও ইভান অনলাইন এ্যাক্টিভিস্ট ও সাইবার এনালিস্ট। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় তিন আসামির ৫ দিন করে এবং ছাপাখানা ও প্রকাশনা আইনের মামলায় আসামি রাজন বেপারী ও মেহেদী হাসান ইভানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আমিনুল হক এই রিমান্ডের আদেশ দেন। মামলাগুলোর তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর খোকন মিয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় ১০ দিন ও ছাপাখানা ও প্রকাশনা আইনের মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করেন। ৭ আগস্ট বিপুল পরিমাণ বইসহ আসামিদের আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
×