ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার পাশে থাকার জন্য আদিবাসীদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

প্রকাশিত: ০৫:৫৭, ১০ আগস্ট ২০১৮

শেখ হাসিনার পাশে থাকার জন্য আদিবাসীদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার জন্য আদিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে অসাম্প্রদায়িকতা প্রতিষ্ঠা করেছেন। এখনও তিনি সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গী নির্মূলে নিজের প্রাণ বাজি রেখে লড়াই করে যাচ্ছেন। পার্বত্য শান্তিচুক্তি করে পার্বত্যাঞ্চলের দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছেন। চুক্তির ধারাসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়িত হচ্ছে। আদিবাসী স্বীকৃতি না দিলেও সংবিধানে আদিবাসীদের স্বার্থ রক্ষায় কিছু ধারা সংযুক্ত করা হয়েছে। আদিবাসী হিসেবে স্বীকৃতির বিষয়টি আলোচনা সাপেক্ষে পরবর্তীতে পূরণ হতে পারে। আদিবাসীদের স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। বৃহস্পতিবার জাতীয় শহীদ মিনারে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত বিশ্ব আদিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, নাট্যকার মামুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ কামাল, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ। দিবসটি উদযাপনের উদ্বোধক ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ্যাড. সুলতানা কামাল। দিবসটি উপলক্ষে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির বাণী পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। আর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ফোরামের সাংগঠনিক সম্পাদক উজ্জল আজিম। হত্যাকা-, ভূমি দখল, নির্যাতন সর্বোপরি চরম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে বাংলাদেশের আদিবাসীদের মধ্যে দেশান্তরিত হওয়ার প্রবণতা বেড়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)। তিনি বলেন, দিনে দিনে আদিবাসী জাতিসমূহকে ভাসমান জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছে। তারা সর্বস্ব হারিয়ে অনিশ্চিত ভবিষ্যত নিয়ে দেশান্তরি হতে বাধ্য হচ্ছে। তাদের জীবনধারা আজ বিপর্যস্ত ও বিলুপ্ত প্রায়। আদিবাসীদের অধিকার আদায় ও সমস্যা সমাধানে কোন সরকারই আন্তরিক নন। রাষ্ট্রীয় নেতৃত্বে সব সময়ই আদিবাসীদের প্রতি বৈরি মনোভাব কাজ করে। বাংলাদেশে আদিবাসীদের মানবিক পরিস্থিতি ভাল নয়। তাদের অস্তিত্ব আজ হুমকির মুখে। সংগ্রামের মাধ্যমেই আদিবাসীরা তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। আদিবাসীদের অধিকার ও অস্তিত্ব রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন সন্তু লারমা। ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের ভূমি ও সম্পদ দখলের যেন এক উৎসব চলছে। দেশে আদিবাসীরা রাষ্ট্রীয়ভাবে উপেক্ষিত এবং এক অভিশপ্ত জীবনযাপন করছে। আদিবাসীদের দেশান্তরিকরণ আমরা হারে হারে টের পাচ্ছি। তিনি বলেন, আদিবাসীদের ভূমির লোভে এ দেশ থেকে তাদের নির্মমভাবে দেশান্তর করা হচ্ছে। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের নামে কখনও আবার ইকোপার্ক ও রিজার্ভ ফরেস্টের নামে তাদের ভূমি থেকে বিতাড়িত করা হচ্ছে এবং তা এখনও অব্যাহত রয়েছে।
×