ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার জয়

প্রকাশিত: ০৮:২৩, ৯ আগস্ট ২০১৮

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিন হারে আগেই সিরিজ খোয়ানো শ্রীলঙ্কা চতুর্থ ওয়ানডেতে জয়ের দেখা পেয়েছে। বুধবার ক্যান্ডিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে মাত্র ৩ রানে হারিয়েছে এ্যাঞ্জেলো ম্যাথুসের দল। একাধিকবার বৃষ্টির বাগড়ায় প্রথমে ৩৯ ওভারে নেমে আসা ম্যাচে ৭ উইকেটে ৩০৬ রানের পাহাড়সম স্কোর গড়ে লঙ্কানরা। থিসারা পেরেরা ৪৫ বলে অপরাজিত ৫১ এবং দাসুন শানাকা মাত্র ৩৪ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। জবাবে দ.আফ্রিকার সামনে জয়ের জন্য ২১ ওভারে ১৯১ রানের লক্ষ্যমাত্রা পুনর্নির্ধারিত হয়। ৯ উইকেটে ১৮৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস! ২৩ বলে ৪০ রান করে আউট হন হাসিম আমলা। জেপি ডুমিনির ব্যাট থেকে আসে ৩৮ রান। একটুর জন্য জিততে না পারলেও ১৭ বলে ২১ রান করে ম্যাচ জমিয়ে তুলেছিলেন ডেভিড মিলার। সুরাঙ্গা লাকমল ৩ ও থিসারা নিয়েছেন ২ উইকেট। এ জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে ব্যবধান ৩-১ এ নামিয়ে আনল স্বাগতিক শ্রীলঙ্কা।
×