ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আসিয়ানভুক্ত দেশগুলো হাতে হাত ধরে চলবে ॥ পরিকল্পনামন্ত্রী

প্রকাশিত: ০৮:১৮, ৯ আগস্ট ২০১৮

আসিয়ানভুক্ত দেশগুলো হাতে হাত ধরে চলবে ॥ পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আসিয়ানভুক্ত দেশগুলো শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতিতে হাতে হাত ধরে চলবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার সকালে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলো নিয়ে গঠিত জোট আসিয়ান-এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাসে ‘ঢাকা আসিয়ান কমিটি’ (ডাক) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পৃথিয়াসমিয়ারসি সোমারনোসহ আসিয়ান দেশগুলোর হাইকমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিকল্পনা মন্ত্রী মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ’সহ অন্য রাষ্ট্রদূতদের উদ্দেশ করে বলেন, বর্তমান বিশ্বের অন্যতম আলোচ্য বিষয় রোহিঙ্গা সমস্যা। এটি বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। এ সমস্যা সমাধানে বিশ্ব সমাজকে এগিয়ে আসতে হবে। আসিয়ানের মতো আন্তর্জাতিক জোটের ভূমিকা এক্ষেত্রে অগ্রগণ্য। আর মিয়ানমারকে এ বিষয়ে আন্তরিক ও বন্ধুসুলভ আচরণের জন্য আহ্বান জানান মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, দক্ষিণ-পূর্ব এশিযার রাষ্ট্রগুলো নিয়ে গঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা আসিয়ানের প্রবেশদ্বার থাইল্যান্ড। ওদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংস্থা সার্কের শেষ সীমান্তে রয়েছে বাংলাদেশ। তাই বাংলাদেশ আসিয়ান ও সার্কভুক্তদেশগুলোর মাঝে সম্পর্কের সেতু হতে পারে।
×