ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিডিও কনফারেন্সিং চালু

প্রকাশিত: ০৭:০৬, ৯ আগস্ট ২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিডিও কনফারেন্সিং চালু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দেশের বৃহত্তম পাবলিক বিশ^বিদ্যালয় জাতীয় বিশ^বিদ্যালয়কে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে এর পরিচালন ব্যবস্থা আরও স্বচ্ছ, গতিশীল ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে দেশের ৬টি অঞ্চলে ৬টি আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। বুধবার গাজীপুর মূল ক্যাম্পাসের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে নির্মিত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট এ ৬টি আঞ্চলিক কেন্দ্রের পরিচালকদের সঙ্গে কথা বলে উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ। এ উপলক্ষে গাজীপুরের বোর্ডবাজারস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও তথ্যপ্রযুক্তির প্রভূত ব্যবহার ব্যতীত দেশজুড়ে বিস্তৃত লক্ষ লক্ষ শিক্ষার্থীর উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ^বিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালন সম্ভব নয়। তাই আমরা ইতোমধ্যে ই-ফাইলিং পর্যন্ত চালু করেছি, যা দেশের পাবলিক বিশ^বিদ্যালয়সমূহের মধ্যে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র দৃষ্টান্ত। দেশের বিভিন্ন অঞ্চলে আরও আঞ্চলিক কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে।
×