ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশীদের কছে নালিশ করে খালেদাকে মুক্ত করা যাবে না ॥ হানিফ

প্রকাশিত: ০৭:০৪, ৯ আগস্ট ২০১৮

বিদেশীদের কছে নালিশ করে খালেদাকে মুক্ত করা যাবে না ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৮ আগস্ট ॥ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, এতিমের টাকা মেরে খাওয়ায় খালেদাকে জেল দিয়েছে আদালত। একমাত্র আদালতই পারে তাকে মুক্তি দিতে। তাই আন্দোলন ও বিদেশীদের কাছে নালিশ করে তাকে মুক্ত করা যাবে না। বিএনপি এখন দেউলিয়া। তাই তাদের রাজনীতি এখন নালিশ করা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, এ দেশের সব ক্ষমতার মালিক জনগণ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারায় ক্ষমতা আসবে। আজ রাখাইন সফরে যাচ্ছে ওয়ার্কিং গ্রুপ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ আজ বৃহস্পতিবার রাখাইন সফরে যাচ্ছেন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সদস্যরা। রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানের কারণে বাংলাদেশে আশ্রয়রত রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের অংশ হিসেবে সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য তাদের এই সফর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র। তাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীও যোগ দেবেন বলে সূত্রে জানা গেছে। এদিকে মিয়ানমারে রোহিঙ্গা সঙ্কটের একমাত্র সমাধান নাগরিকত্ব আইন সংশোধন বলে জানিয়েছেন রোহিঙ্গা নেতারা। তবে নাগরিকত্ব আইন সংশোধনের কোন পরিকল্পনা এ পর্যন্তও গ্রহণ করেনি মিয়ানমার। রোহিঙ্গা নেতারা বলেন, মিয়ানমার কর্তৃপক্ষ মুখে যত কথাই বলুক- সেখানে নাগরিকত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গারা স্বদেশে ফিরে যাবে না। সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার রাখাইন সফরে যাচ্ছেন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সদস্যরা। রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানের কারণে বাংলাদেশে আশ্রয়রত রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনের অংশ হিসেবে সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য তাদের এই সফর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র।
×