ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওসি-নৌ সদস্য হাতাহাতি

প্রকাশিত: ০৭:০২, ৯ আগস্ট ২০১৮

ওসি-নৌ সদস্য হাতাহাতি

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ৮ আগস্ট ॥ ভোলার চরফ্যাশনের দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানের সঙ্গে খুলনা জোনের নৌসদস্য হেলাল উদ্দিনের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০ টায় উপজেলার চরমানিকা নতুন বাজারের পূর্বপাশের সেতুর ওপর এ ঘটনা ঘটে। চরমানিকা ১ নং ওয়ার্ড মেম্বার শাহজাহান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, হেলাল ছুটিতে বাড়িতে আসে। ঘটনার সময়ে তিনি এক বন্ধুর জন্য সেতুর ওপর অপেক্ষমাণ ছিলেন। ওই সময়ে সিভিল ড্রেসে ওসি হাবিব তাকে যৌন হয়রানি করার জন্য দাঁড়িয়েছে বলে তার জামার কলার ধরে চড় মারলে হেলালও তাকে চড় মারে। এরপর দু’জনের মধ্যে হাতাহাতি হয়। স্থানীয়রা তাদের ছাড়িয়ে দিলে ওসি থানায় সংবাদ দিলে থানার ফোর্স এসে হেলালকে মারপিট করে থানায় নিয়ে যায়। পরে সমঝোতা হলে তাকে থানা থেকে ছেড়ে দেয়। বাল্যবিয়ে প্রতিরোধে প্রশিক্ষণ সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ, ৮ আগস্ট ॥ উপজেলায় বাল্যবিয়ে প্রতিরোধে এক প্রশিক্ষণ কর্মসূচী বুধবার উপজেলা পরিষদ হলরুমে সমাপ্ত হয়েছে। এর আগে গত রবিবার চার দিনব্যাপী এই প্রশিক্ষণ শুরু হয়। উপজেলা পরিষদের সহযোগিতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়নে ও উপজেলা মহিলা বিষয়ক দফতরের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপির সভাপতিত্বে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিয়া প্রমুখ।
×