ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খাদ্যে বিষক্রিয়ায় ১৫ শিশু হাসপাতালে

প্রকাশিত: ০৭:০২, ৯ আগস্ট ২০১৮

খাদ্যে বিষক্রিয়ায় ১৫ শিশু হাসপাতালে

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ৮ আগস্ট ॥ পটুয়াখালী শহরের জান্নাতুন নেছা হাফিজি মাদ্রাসায় খাদ্য বিষক্রিয়ায় ৪৫ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়েছে। এদের মধ্য ১৫ শিশুকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসারত শিশুরা হলোÑ উম্মে হাবিবা, জান্নাতুল নেকি, মাহাবুবা, মরিয়ম, তানজিলা, জায়েদা, সুরাইয়া, মারজানা আক্তার, সানজিদা, মানসুরা, হালিমা আক্তার, জুবায়েদা, মরিয়ম ও রাবেয়া। অসুস্থদের বয়স ১০ থেকে ১২’র মধ্যে। মাদ্রাসার পরিচালক গোলাম মোস্তফা জানান, প্রয়াত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেনের নামে তার স্ত্রী খাদিজা বেগম মিলাদের আয়োজন করে এবং উক্ত মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারে ব্যবস্থা করে। তিনি মঙ্গলবার পটুয়াখালী পৌর নিউমার্কেট বাজার থেকে গরুর মাংসসহ প্রয়োজনীয় সওদা কিনে দুপুরে শিশুদের ভোজনের ব্যবস্থা করেন। ওই দিন সন্ধ্যায় শিশুরা পাঠদানে বসলে এক এক করে সবাই বমি করা শুরু করে। এসময় তাদের পটুয়াখালী মেডিক্যাল কলেজ হালপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগ ৪৫ শিশুর মধ্য ১৫ জনকে ভর্তি করিয়ে নেয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়।
×