ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ৩০ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশিত: ০৭:০১, ৯ আগস্ট ২০১৮

রাজশাহীতে ৩০ মাদকসেবীর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে র‌্যাবের অভিযানে আটক ত্রিশ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরী কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়। বুধবার দুপুরে র‌্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‌্যাব-৫ এবং রাজশাহীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত একটি ভ্রাম্যমাণ আদালত নগরীর গুড়িপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় প্রকাশ্যে মাদক সেবনকালে ত্রিশ মাদকসেবীকে ৪২০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামত ঘটনাস্থলে ধ্বংস করা হয়। সাতক্ষীরা স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সীমান্ত থেকে ১২শ’ ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার সকালে সদর উপজেলার পদ্মশাখরা সীমান্তের আশা সমিতির মোড় থেকে তাদের আটক করা হয়। আটক বিক্রেতারা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মোহন, একই উপজেলার ইসমাইল হোসেন দ্বীপ ও বৈচনা গ্রামের আসাদুল ইসলাম। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ জানায়, সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের আশা সমিতির মোড় এলাকা থেকে ওই তিন জনকে আটক করে তাদের চ্যালেঞ্জ করা হয়। এরপর তাদের দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২ শ’ ইয়াবা উদ্ধার করা হয়।
×