ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রকাশিত: ০৭:০০, ৯ আগস্ট ২০১৮

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) এবং বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) যৌথ উদ্যোগে মঙ্গলবার ‘সেলফ এ্যাসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান ফর কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) কোয়ালিটি এ্যাস্যুরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. সঞ্জয় কুমার আধিকারী। রিসোর্স পার্সন ছিলেন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) কোয়ালিটি এ্যাসুরেন্স ইউনিটের বিশেষজ্ঞ ড. আহমেদ তাজমিন। সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের আইকিউএসি প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন এবং কর্মশালা পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. একেএম মহিউদ্দিন। কর্মশালায় অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের আইকিউএসি প্রকল্পের এসএ কমিটির সদস্যবৃন্দ। -বিজ্ঞপ্তি
×