ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রথম প্রান্তিকে ৫৯০ কোটি ডলার নিট মুনাফা করেছে টয়োটা

প্রকাশিত: ০৬:৪২, ৯ আগস্ট ২০১৮

প্রথম প্রান্তিকে ৫৯০ কোটি ডলার নিট মুনাফা করেছে টয়োটা

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ৫৯০ কোটি ডলার নিট মুনাফা করেছে জাপানের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিক্রয় চাঙ্গা থাকায় তাদের মুনাফা ৭ দশমিক ২০ শতাংশ বেড়েছে। টয়োটা জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে গাড়ি ও যন্ত্রাংশ বিক্রিতে মোট আয় হয়েছে ৬ হাজার ৬৪০ কোটি ডলার; যা আগের অর্থবছরের প্রথম প্রান্তিকের চেয়ে ৪ দশমিক ৫০ শতাংশ বেশি। এই সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির পরিচালন মুনাফা প্রায় ১৯ শতাংশ বেড়ে হয়েছে ৬১৩ কোটি ডলার। টয়োটা আরও জানায়, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ এবং ধাতব পদার্থ আমদানিতে ওয়াশিংটনের শুল্কারোপের কারণে গাড়িশিল্প চাপে পড়তে পারে। এতে আরও বলা হয়েছে, মার্কিন শুল্কারোপের ফলে ১ হাজার কোটি ডলার মাশুল গুণতে হতে পারে জাপানের গাড়ি শিল্পকে। -অর্থনৈতিক রিপোর্টার
×