ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিডি ফাইন্যান্সে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলামের যোগদান

প্রকাশিত: ০৬:৪২, ৯ আগস্ট ২০১৮

বিডি ফাইন্যান্সে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলামের যোগদান

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (বিডি ফাইন্যান্স)-এর নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ রফিকুল ইসলাম যোগদান করেন। তিনি বিডি ফাইন্যান্সে যোগদানের পূর্বে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কমার্শিয়াল ব্যাংকিং-এ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। -বিজ্ঞপ্তি ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ চালু করতে যাচ্ছে সরকার অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে সরকারী সব সেবা এক ছাতার নিচে আনতে ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ চালু করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। বিশ্বব্যাংকের সহায়তায় ৭৪ মিলিয়ন ডলার ব্যয়ে আগামী দুই বছরের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। সরকারের ১৩টি মন্ত্রণালয়ের অধীনস্থ ৩৮টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও ৬টি ব্যবসায় সংগঠনের মধ্যে সমন্বয় করতে এ চুক্তি সই করা হয়।
×