ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌদিতে আইওটি পণ্য রফতানি

প্রকাশিত: ০৬:৪২, ৯ আগস্ট ২০১৮

সৌদিতে আইওটি পণ্য রফতানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইন্টারনেট অব থিংকস বা আইওটি। প্রযুক্তির দুনিয়ায় নতুন ধারণা। অর্থাৎ মানুষের যেকোন প্রয়োজনেই কাজ করবে ইন্টারনেট। প্রযুক্তিপণ্যের সঙ্গে মানুষের তারবিহীন যোগাযোগের এই নতুন ভাবনায় যোগ হয়েছে বাংলাদেশও। সৌদি আরবের মক্কায় বাসাবাড়িতে পানির ট্যাঙ্কে স্থাপনের জন্য আইওটি পণ্য প্রস্তুত করে প্রথমবারের মতো রফতানি করেছে বেসরকারী প্রতিষ্ঠান ডাটাসফট ম্যানুফ্যাকচারিং এ্যান্ড এ্যাসেম্বলিং ইনকর্পোরেশন। ইন্টারনেট অব থিংকস। সংক্ষেপে আইওটি। ঘরে-বাইরে দৈনন্দিক কাজে সব ধরনের প্রযুক্তি পণ্যে তারবিহীন যোগাযোগে যন্ত্রটির বুদ্ধিমান হয়ে ওঠার নতুন ধারণা। আন্তর্জাতিক গবেষণা সংস্থা বিজনেস ইনটেলিজেন্স বা বিআইয়ের তথ্য বলছে, বিশ্বে তথ্যপ্রযুক্তির বাজার এক ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। আইওটির হাত ধরে আগামী বছর নাগাদ নতুন যোগ হবে আরও ১ লাখ ৭০ হাজার কোটি ডলার। সম্ভাবনাময় এ বাজারে নিজেদের ভাগ বুঝে নিতে, এরই মধ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ।
×