ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২ লাখ কৃষকের বিরুদ্ধে কৃষিঋণের মামলা

প্রকাশিত: ০৬:৪১, ৯ আগস্ট ২০১৮

২ লাখ কৃষকের বিরুদ্ধে কৃষিঋণের মামলা

অর্থনৈতিক রিপোর্র্টার ॥ গত ২৫ বছরে সারাদেশে প্রায় ২ লাখ কৃষকের বিরুদ্ধে কৃষিঋণের মামলা করেছে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংক। যাদের কাছ থেকে পাওনা ৫১৫ কোটি টাকা। গ্রামীণ অর্থনীতির প্রসারে কৃষি ঋণ আদায়ে নমনীয় হওয়ার জন্য ব্যাংকগুলোর প্রতি পরামর্শ বিশেষজ্ঞদের। আর ব্যাংক কর্তৃপক্ষ বলছে, যাবতীয় তৎপরতা কেবল অসৎ কৃষকদের বিরুদ্ধেই। গত কয়েক বছর ধরে ব্যাংকিংখাতে জালিয়াতি অনেকটাই পরিচিত দৃশ্য। হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে হলমার্ক, বিসমিল্লাহ গ্রুপসহ নামে-বেনামের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। তবে, কৃষি ঋণের বেলায় দেখা গেছে এই চিত্রের ভিন্নতা। গেল ২৫ বছরে সারাদেশের প্রায় ২ লাখ কৃষকের নামে মামলা দিয়েছে রাষ্ট্র মালিকানাধীন ছয় ব্যাংক। এদের মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে প্রায় ১৩ হাজার কৃষকের নামে। এদের কাছ থেকে ব্যাংকের পাওনা ৫৭৫ কোটি টাকা। গড়ে কৃষকপ্রতি ঋণ দাঁড়ায় ৩০ হাজার টাকার মতো। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, মামলার তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যাদের মামলার সংখ্যা ৮১ হাজার। আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মামলা রয়েছে ২৬ হাজার, যেখানে অগ্রণী ব্যাংকের সংখ্যাটা ২৫ হাজারের ঘরে।
×