ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খরার কবলে নিউ সাউথ ওয়েলস

প্রকাশিত: ০৬:৩২, ৯ আগস্ট ২০১৮

খরার কবলে নিউ সাউথ ওয়েলস

অস্ট্রেলিয়ার অত্যন্ত জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) সমগ্র অঞ্চল এখন অত্যন্ত খরার কবলে বলে ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা এর সত্যতা স্বীকার করেছেন। খবর বিবিসি অনলাইনের। এখানে শুষ্ক শীতকাল তীব্র হচ্ছে। অস্ট্রেলিয়ার এ পূর্বাঞ্চলের কয়েকটি অংশে এ পরিস্থিতি স্মরণকালের সবচেয়ে শুষ্ক বলে উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়ার কৃষি পণ্যের প্রায় এক-চতুর্থাংশ উৎপাদিত হয় নিউ সাউথ ওয়েলসে। বুধবার সরকারীভাবে বলা হয়েছে, খরার কারণে রাজ্যের ১ শ’ শতাংশ স্থানেই শুষ্কতা চলছে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার জরুরী ত্রাণ হিসেবে ৫৭ কোটি ৬০ লাখ অস্ট্রেলীয় ডলার (৩৩ কোটি পাউন্ড, ৪৩ কোটি মার্কিন ডলার) দিয়েছে। যে সকল কৃষকের শস্যের ক্ষতি হয়েছে, পানির অপ্রতুলতা রয়েছে এবং যারা গবাদি পশুর খাদ্যের সংস্থান করতে পারছে না তাদের সহায়তার জন্য এ ত্রাণ দেয়া হয়েছে।
×