ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লম্বোকে ভূমিকম্পে ৭০ হাজারের বেশি মানুষ গৃহহীন

প্রকাশিত: ০৬:৩২, ৯ আগস্ট ২০১৮

লম্বোকে ভূমিকম্পে ৭০ হাজারের বেশি মানুষ গৃহহীন

ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপে মারাত্মক ভূমিকম্পে ৭০ হাজারের বেশি লোক গৃহহীন হয়েছে। তারা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে এবং খাদ্য, ওষুধ ও সুপেয় পানির সঙ্কটে রয়েছে। কর্তৃপক্ষ বুধবার এ কথা বলেছে। খবর এএফপির। লম্বোকে রবিবার ৬ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পে অন্তত ১শ’ ৫ জন নিহত হয়েছেন এবং স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এ পর্যটন দ্বীপে এর ঠিক এক সপ্তাহ আগে সংঘটিত ভূমিকম্পে ১৭ জন নিহত হন। রবিবারের ভূমিকম্পে প্রায় ২শ’ ৩৬ জন মারাত্মকভাবে আহত হয়েছে এবং কয়েক লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ আরও চিকিৎসক ও অত্যাবশ্যকীয় সামগ্রী সরবরাহের জন্য আবেদন জানিয়েছে। জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরয়ো নুগরহো বুধবার বলেছেন, লোকজনদের উদ্ধার চেষ্টা জোরদার করা হয়েছে। কিন্তু ভূমিতে এখনও বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। হতাহতদের সংখ্যা বাড়ছে। শ্রমিকরা কোন জীবিত মানুষ পাওয়ার আশায় বাড়িঘর, ¯ু‹ল ও মসজিদের ধ্বংসাবশেষে ভারি যন্ত্র ব্যবহার করছেন। ওয়েস্ট নুসা তেঙ্গারা প্রদেশের গবর্নর মোহাম্মদ জয়নুল মাজদি বলেছেন মারাত্মক ক্ষতিগ্রস্ত এলাকায় মেডিক্যাল স্টাফ, খাদ্য ও ওষুধের প্রয়োজন। প্রধান শহর মাতারামের ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোতে বাইরে শত শত রক্তক্ষয়ী ও ব্যান্ডেজ বাঁধা লোকজনকে চিকিৎসা দেয়া হয়েছে। মাজদি বলেন, আমাদের মানবসম্পদ সীমিত। দ্বীপের অধিকাংশ এলাকায় এক সময়ের কর্মচঞ্চল গ্রামগুলো দৃশ্যত ভুতুড়ে পুরীতে পরিণত হয়েছে।
×