ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১১৬৮ কন্টেনার ছাড়াই বন্দর ছেড়েছে ৫ জাহাজ ॥ ক্ষতির মুখে পোশাক শিল্প

প্রকাশিত: ০৬:১১, ৯ আগস্ট ২০১৮

১১৬৮ কন্টেনার ছাড়াই বন্দর ছেড়েছে ৫ জাহাজ ॥ ক্ষতির মুখে পোশাক শিল্প

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং এর প্রতিক্রিয়ায় পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘটের কারণে তৈরি পোশাক যথাসময়ে জাহাজীকরণ করা সম্ভব হয়নি। কর্মসূচীর সাত দিনে এক হাজার ১৬৮ কন্টেনার ছাড়াই চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে পাঁচটি জাহাজ। ক্রেতারা এখন সেই পণ্যগুলোর মূল্যের ওপর ডিসকাউন্ট চাচ্ছে। অধিক ভাড়ায় বিমানযোগে এসব পণ্য প্রেরণ করতে হবে। এতে করে পোশাক শিল্পকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। বুধবার চট্টগ্রামে বিজিএমইএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির প্রথম সহসভাপতি মঈনউদ্দিন আহমেদ মিন্টু। খুলশীতে বিজিএমইএ ভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামা আমরা সমর্থন করি। সরকারও বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়ে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু শিক্ষার্থীরা ঘরে ফিরে গেলেও পরবর্তী দুদিন মালিক ও শ্রমিকদের ধর্মঘটে জনজীবন যেমন বিঘিœত হয়েছে, তেমনিভাবে ব্যাহত হয়েছে আমদানি-রফতানি বাণিজ্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তৈরি পোশাক শিল্প। শিল্পের আমদানি ও রফতানির পণ্য পরিবহন করা সম্ভব হয়নি। আমদানি করা পণ্য বন্দর থেকে খালাস নেয়া যায়নি এবং রফতানি পণ্য জাহাজীকরণের জন্য সময় মতো বন্দরে পৌঁছানো যায়নি। এতে একদিকে কারখানার উৎপাদনশীলতা ব্যাহত হয়েছে, অপরদিকে রফতানির জন্য পণ্য প্রস্তুত করা সম্ভব হয়নি। তিনি জানান, গত ৫ আগস্ট তৈরি পোশাকের এক হাজার ১৬৮ কন্টেনার ছাড়াই পাঁচটি জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। ২৯ জুলাই বন্দর ইয়ার্ডে মোট কন্টেনার ছিল ৪১ হাজার টিইইউএস। ৭ আগস্ট তা বেড়ে হয় ৪৩ হাজার ৫০৭ টিইইউএস।
×