ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষীর ভাইকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৬:১০, ৯ আগস্ট ২০১৮

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষীর ভাইকে গলা কেটে হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়ায় তফসির মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধকে বুধবার ভোর রাতে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তফসির মোল্যা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ‘রাজাকার’ আমজাদ হোসেনের মামলায় সাক্ষীর ভাই। পুলিশ হত্যাকা-টি গুরুত্বের সঙ্গে তদন্ত করবে বলে জানিয়েছেন থানার ওসি। নিহতের চাচাত ভাই এবং মানবতাবিরোধী মামলায় অভিযুক্ত ‘রাজাকার’ আমজাদ হোসেনের মামলার সাক্ষী ইয়াহহিয়া রহমান জানান, মামলায় সাক্ষ্য দিতে নিষেধ করে আমজাদের ছেলে খোকন ও তার বাহিনী। তারা শাসায়, ‘যদি সাক্ষ্য থেকে না ফিরে আসেন, তাহলে তার বংশে বাদী হওয়ার মতো কাউকে রাখা হবে না। ‘কিন্তু তিনি সিদ্ধান্তে অবিচল থাকায় তার ভাইকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে তার ভাই তফসির বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের নিজবাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ভোররাতে সন্ত্রাসীরা তাকে গলা কেটে হত্যা করে। এ হত্যাকা-ে খোকন ও তার বাহিনীর সদস্য জাহিদুল, টুটুল ম-ল, জুলফিকার, মানিক, আলম, আশিক, শহিদুল, মনির, তোরাব জড়িত বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও জানান, কয়েকমাস আগেও তারা ভাই খালেক ও ভাইপো জহিরকে দুই দফা ব্যাপক মারধর করে। তারা হাসপাতাল থেকে চিকিৎসাও নিয়েছেন। বন্দবিলা ইউনিয়নের চেয়ারম্যান সবদুল হোসেন খান বলেন, ‘আমজাদের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা হওয়ার পর থেকেই দুটি পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। প্রায় এক বছর ধরে দুই পক্ষের মধ্যে গ-গোল চলে আসছে। দুই মাস আগে ওই পক্ষের জবেদ আলী নামে একজন খুনও হয়। তফসির হত্যাকা- তারই ধারাবাহিকতা বলে স্থানীয়দের ধারণা।’
×