ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরও ৫০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত

প্রকাশিত: ০৬:১০, ৯ আগস্ট ২০১৮

আরও ৫০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রয়োজনীয় খাদ্য চাহিদা পূরণে আন্তর্জাতিক বাজার থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করছে সরকার। এজন্য সরকারকে ব্যয় করতে হবে ১১৩ কোটি ৭৭ লাখ টাকা। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারী ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় চার লেনের ফ্লাইওভার নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ব্যয় বেড়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ২৪০ কোটি পাঁচ লাখ ৬৬ হাজার ২০৮ টাকা। তবে এটি আরও ৫৮ কোটি ৫১ লাখ ২০ হাজার ৪৮৬ টাকা বাড়িয়ে ২৯৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৬৯৫ টাকা করার প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারী ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
×