ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক ঘণ্টায় রেলের এসি চেয়ার ও কেবিনের টিকেট উধাও

প্রকাশিত: ০৬:০৯, ৯ আগস্ট ২০১৮

এক ঘণ্টায় রেলের এসি চেয়ার ও কেবিনের টিকেট উধাও

স্টাফ রিপোর্টার ॥ ঈদ যাত্রায় ট্রেনের অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিনে কমলাপুর রেলস্টেশনে একেবারেই ভিন্ন চিত্র দেখা গেছে এবার। কারণ প্রথম দিনে মানুষের উপচেপড়া ভিড় আর কখনই লক্ষ্য করা যায়নি। রাতভর অপেক্ষা করা মানুষের সংখ্যাও কম ছিল না। সকাল আটটায় বিক্রি শুরুর প্রথম এক ঘণ্টায় রাজশাহী, সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার এসি চেয়ার ও কেবিনের টিকেট শেষ হওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তাছাড়া অন্তত চারবার সার্ভারে গোলযোগ দেখা দেয়ায় টিকেট বিক্রি কার্যক্রম বন্ধ ছিল। এ নিয়ে হইচই করেছেন যাত্রীরা। আজ বিক্রি হবে ১৮ আগস্টের ট্রেনের অগ্রিম টিকেট। এদিকে অগ্রিম টিকেট নিতে রাজধানীর কল্যাণপুর ও গাবতলী টার্মিনালে খুব একটা লোক সমাগম দেখা যায়নি। এক ঘণ্টার মধ্যে এসি টিকেট নিয়ে হইচই ॥ সড়কে ভোগান্তির কথা চিন্তা করে অনেকেই এবারও ট্রেনে বাড়ি ফেরার প্রস্তুতি নিয়েছেন। তাই টিকেট সংগ্রহে একটু ধকল তো পোহাতে হবেই। এটাই স্বাভাবিক। অনেকে তা মেনেও নিয়েছেন। কিন্তু প্রত্যাশিত টিকেট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ। প্রথম দিনেই মধ্য রাত থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেকেই। কেউ টিকেট হাতে পেয়ে হেসেছেন প্রশান্তির হাসি। আবার কেউ মুখ কালো করে বাড়ি ফিরেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসি চেয়ার ও কেবিনের চাহিদা সবচেয়ে বেশি। তাই অনেকে হয়ত পাননি। আমরা সাধ্যমত দেয়ার চেষ্টা করেছি। অন্যান্য বছর ঈদের টিকেট বিক্রির প্রথম দুই দিন তেমন একটা ভিড় থাকে না। ঈদের সরকারী ছুটি শুরুর আগের দিনের টিকেটের চাহিদা বেশি থাকে। তাই ভিড়ের চাপ বেশি থাকে টিকেট বিক্রি শুরুর তৃতীয় দিন থেকে। তবে বুধবার বিভিন্ন রুটের ট্রেনের টিকেটের জন্য রাত থেকেই ঢাকার কমলাপুর স্টেশনের কাউন্টারে অপেক্ষায় ছিলেন টিকেট প্রত্যাশীরা। সকাল আটটায় কাউন্টার খোলার সময় লাইন দেখা যায় স্টেশনের মূল ফটক পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন দীর্ঘ হয়। দুটি মহিলা কাউন্টার খোলা হয় এবারও। তবে মহিলা টিকেট প্রত্যাশীদের উপস্থিতি লক্ষণীয়। সূচী অনুযায়ী বুধবার বিক্রি হয়েছে ১৭ আগস্টের বিভিন্ন গন্তব্যের ট্রেনের টিকেট। রমিজ হোসেন জানান, তিনি মোহনগঞ্জ এক্সপ্রেসের এসি চেয়ারের টিকেট কাটতে ভোরে লাইনে দাঁড়িয়েছিলেন। সকাল নয়টার কিছুক্ষণ পর কাউন্টার থেকে জানানো হয় এসি চেয়ারের টিকেট শেষ। এ নিয়ে চরম হট্টগোল দেখা দেয়। শহীদ মিয়া নামে একজন জানান, রাজশাহীর ট্রেনের টিকেটের জন্য মঙ্গলবার রাত ৮টায় কমলাপুর স্টেশনে আসেন তিনি। কাউন্টারের সামনে তার সামনে ছিলেন ২৯ জন। তারপরও শীতাতপ নিয়ন্ত্রিত কামরার টিকেট পাননি তিনি। এসি টিকেটের জন্য কাল আবার আসব। যদি না পাই পরের দিন আবার আসব। তাও টিকেট না পেলে এবার ঈদে বাড়িই যাব না। বুধবার বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ২৩ হাজার ৫৩৬ অগ্রিম টিকেট দেয়া হচ্ছে জানিয়ে কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, মোটামুটি সুশৃঙ্খলভাবেই টিকেট দেয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত টিকেট না পাওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এসি টিকেটের চাহিদা বেশি। এজন্য সবার প্রত্যাশা অনুযায়ী টিকেট দেয়া যায় না। তবে এখনও অনেক কাউন্টারে নন এসি টিকেট পাওয়া যাচ্ছে। তিনি বলেন, আমরা চেষ্টা করছি সবার হাতে টিকেট তুলে দেয়ার। কিন্তু সবার চাহিদা তো এক রকম নয়। ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি চলবে ১২ আগস্ট পর্যন্ত। অন্যদিকে ঈদ শেষে ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে, চলবে ১৯ আগস্ট পর্যন্ত। রেলওয়ে মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন জানান, অগ্রিম টিকেট বিক্রিতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পাশাপাশি টিকেট কালোবাজারি রোধে নেয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। তিনি জানান, আমারা যাত্রীদের উত্তম সেবা দেয়ার চেষ্টা করছি। এবারের ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় তিন লাখ যাত্রী রেলওয়ে পরিবহন করবে বলেও জানান তিনি। ৮ আগস্ট বিক্রি হবে ১৭ আগস্টের টিকেট। এভাবে ৯, ১০, ১১ ও ১২ আগস্ট পর্যায়ক্রমে টিকেট মিলবে ১৮, ১৯, ২০ এবং ২১ আগস্টের টিকেট। সকাল ৮টা থেকে কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকেট বিক্রি করা হবে। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদফেরত যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি। ঈদফেরত অগ্রিম টিকেট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হবে। ১০ আগস্ট থেকে লঞ্চের অগ্রিম টিকেট ॥ আগামী ১০ আগস্ট থেকে দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য অগ্রিম লঞ্চের টিকেট বিক্রি শুরু হবে। শুধুমাত্র কেবিনের যাত্রীরা অন্য বারের মতো এবারও অগ্রিম টিকেট সংগ্রহ করতে পারবেন সদরঘাট নদীবন্দর থেকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী) পরিবহন সংস্থার সচিব ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, লঞ্চের অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত এখনও চূড়ান্ত না হলেও আশা করছি ১০ আগস্ট থেকে বিক্রি শুরু হতে পারে। এদিকে বিআরটিসি বাসের অগ্রিম টিকেট দেয়া এখনও শুরু হয়নি। এ সপ্তাহে চূড়ান্ত হতে পারে। চাপ নেই বাস কাউন্টারে ॥ পরিবারের সঙ্গে ঈদ করতে ঘরমুখো মানুষের ঈদের বিশেষ টিকেট কেনার চাপ নেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। তাই কাউন্টারের ভেতরে বাইরে পরিবহন শ্রমিকরা যাত্রীদের ডাকাডাকি করেও টিকেট বিক্রি করতে পারছেন না। তবে বিশেষ কয়েকটি পরিবহনে ঈদের বিশেষ টিকেট কেনার চাপ রয়েছে। বুধবার গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঈদ-উল আজহার সম্ভাব্য দিন ২২ আগস্ট ধরে আগামী ১৭ ও ১৮ আগস্ট সাপ্তাহিক সরকারী ছুটির পর ১৯ ও ২০ আগস্ট কার্যদিবস রয়েছে। পরিবহন সংশ্লিষ্টদের মতে, এই দুইদিনের ছুটি নিশ্চিত হওয়ার পর বাসের টিকেটের জন্য যাত্রীদের ঢল নামবে। যারা পরিবারকে আগে পাঠিয়ে দিতে চাচ্ছেন, তারা এখন আসছেন, তবে তাদের সংখ্যাও খুব কম।
×