ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গুজব ছড়ানোর দায়ে বুয়েটের শিবিরকর্মী গ্রেফতার

প্রকাশিত: ০৮:২৪, ৮ আগস্ট ২০১৮

গুজব ছড়ানোর দায়ে বুয়েটের শিবিরকর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকে গুজব ছড়িয়ে নিরাপদ সড়ক দাবির আন্দোলনকারীদের নাশকতামূলক কর্মকা-ে উস্কে দেয়ার দায়ে ছাত্রশিবিরের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত একটার দিকে বুয়েটের মেকানিক্যাল বিভাগের ১৫তম ব্যাচের ছাত্র দাইয়ান প্রধান নামের ওই শিবির কর্মীকে বুয়েটের শেরেবাংলা হল থেকে চকবাজার থানা পুলিশ গ্রেফতার করে। ছাত্রলীগের বুয়েট শাখার সভাপতি খন্দকার জামিউস সানি জনকণ্ঠকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, দাইয়ান নিরাপদ সড়ক আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছে। চকবাজার থানার ওসি শামীমুর রশিদ তালুকদার জনকণ্ঠকে বলেন, দাইয়ান ঝিগাতলায় চার ছাত্রকে হত্যার পর লাশ গোসল করাতে দেখেছে বলে ফেসবুকে খবর ছড়িয়েছিল। এছাড়া সে চার ছাত্রীকে ধর্ষণ করার দৃশ্য দেখেছে বলে ফেসবুকে গুজব ছড়িয়েছিল। এমন গুজবের পর আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয় ও ঝিগাতলায় ব্যাপক দাঙ্গাহাঙ্গামার ঘটনা ঘটে।
×