ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে কলেজছাত্রকে কুপিয়ে জখম ॥ মহাসড়ক অবরোধ বিক্ষোভ

প্রকাশিত: ০৮:১৪, ৮ আগস্ট ২০১৮

টঙ্গীতে কলেজছাত্রকে কুপিয়ে জখম ॥ মহাসড়ক অবরোধ বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৭ আগস্ট ॥ টঙ্গী সরকারী কলেজের এক ছাত্রকে অপহরণের পর কুপিয়ে গুম করার চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার রাতে এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় তারা সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এলাকাবাসী ও বিক্ষুব্ধরা জানান, টঙ্গী কলেজ গেট এলাকা থেকে স্থানীয় কয়েক সন্ত্রাসী মঙ্গলবার বিকেলে টঙ্গী সরকারী কলেজের ছাত্র শাহাদত হোসেন সাজুকে অপহরণ করে নিয়ে যায়। তাকে কলেজ রোডের উদয়ন স্কুলের পাশে নিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে সাজু গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে লুকিয়ে রাখে সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা আহত সাজুকে গুম করার চেষ্টা চালাচ্ছে- এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও কলেজের শিক্ষার্থীরা বিভিন্নস্থানে সাজুর খোঁজ করতে থাকে। একপর্যায়ে সাজুর সন্ধান না পেয়ে তারা রাত নয়টার দিকে কলেজ গেট মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। রাত সাড়ে ১০টার দিকে আহত সাজুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
×