ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যবসা-বাণিজ্যে উন্নয়ন

‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ ব্যবস্থা চালু করতে সমঝোতা স্মারক সই

প্রকাশিত: ০৮:০৪, ৮ আগস্ট ২০১৮

‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ ব্যবস্থা চালু করতে সমঝোতা স্মারক সই

স্টাফ রিপোর্টার ॥ দেশের ব্যবসা বাণিজ্য সহজ করতে উন্মোচন হচ্ছে নতুন দ্বার। এক জায়গা থেকে দেয়া হবে সব ধরনের সেবা। বহির্বিশে^র সঙ্গে তাল মেলাতে ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত ও উন্নত করতে আরও আধুনিকায়ন ও সহজীকরণ করা হচ্ছে। আর সে লক্ষ্যে দেশের ব্যবসা বাণিজ্য উন্নয়নের স্বার্থে ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার হোটেল সোনারগাঁওয়ে সরকারের ৩৮টি মন্ত্রণালয় ও বিভিন্ন প্রতিষ্ঠান ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ ব্যবস্থা চালু করতে এ সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বাংলাদেশ উন্নয়নের একটি দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। তবে উন্নয়ন বড় বিপজ্জনক। কেননা উন্নয়ন সব ক্ষেত্রে হতে হয়। প্রশাসনিক শৃঙ্খলা ও নীতিমালা প্রণয়ন, অর্থনৈতিক নীতিমালা, রাজনৈতিক স্থিতিশীলতা ও রাজনৈতিক উন্নয়নও দরকার। উন্নয়ন ওয়ান ডায়মেনশনাল হয় না। ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, এ পদ্ধতিতে একটি জায়গায় অটোমেশন পদ্ধতির মাধ্যমে যত রকমের ট্রানজেকশন আছে আমদানি রফতানিতে যা কিছু আছে তা এক জায়গায় হবে। এ প্রক্রিয়া কিভাবে বাণিজ্য উন্নয়ন সাধন করবে তা রিয়েলাইজ করতে আরও কয়েক মাস লাগবে। এটি অত্যন্ত মূল্যবান পদক্ষেপ, বুঝতে আরও সময় লাগবে। এখানে ৩৮টি সিগনেটরি রয়েছে, এ সিগনেটরি আরও বাড়বে। লক্ষ্যমাত্রা হবে ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ তে আরও কি খাতগুলো আনা যেতে পারে। পণ্য বাণিজ্য বিষয় নয় আরও কি যুক্ত করা যায় তা চিন্তা করতে হবে আরও বেশি সুবিধা পেতে পারে, তাহলে উন্নয়নে আরও সুযোগ সৃষ্টি হবে। অর্থমন্ত্রী বলেন, আগস্ট শোকের মাস, কান্নাকে বিজয়ের মাস। সেই কান্না থেকে আমরা শক্তি সঞ্চয় করি এবং নতুন দিনের দিকে ধাবিত হয়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ সমঝোতা স্মারক খুব সময় উপযোগী হয়েছে। বাণিজ্য সহযোগিতা করার জন্য ওয়ান আম্রেলা করতে এ কর্মসূচী। একই জায়গায় আসলে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়বে। ২০২১ সালে রফতানি ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আমাদের রফতানি- আমদানি এক ছাতার নিয়ে আসার জন্য এ উদ্যেগ। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ এর ফলে ক্রস বর্ডার ব্যবসা বেড়ে যাবে। সমঝোতা স্মারকের পর বাস্তবায়নে ২ বছর সময় লাগবে বলে জেনেছি, এটি যেন দ্রুত কার্যকর হয়। দেশে উন্নয়নের যে যাত্রা শুরু হয়েছে উন্নত বিশ্বের একটি দেশ গড়তে একসঙ্গে কাজ করতে চাই। অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বব্যাংকের অধীনে বাংলাদেশে রিজিওনাল কানেকটিভিটি প্রকল্প-১ কাস্টমস আধুনিকীকরণ ও এনএসডব্লিউ বাস্তবায়নে ৭৪ মিলিয়ন মার্কিন ডলার সহায়তায় ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ বাস্তবায়ন হচ্ছে। ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ তে আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত পারমিট, লাইসেন্স, সার্টিফিকেট ও শুল্ক ঘোষণা পদ্ধতি স্বয়ংক্রিয়ভাবে দেয়া হবে এবং এটি ব্যবহারও খুব সহজ বলে অনুষ্ঠানে জানানো হয়। এ প্রকল্পের মাধ্যমে একটি ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালু করা হবে। এর ফলে কেন্দ্রীয়ভাবে অনলাইনের মাধ্যমে শুল্ক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার জন্য প্রয়োজনীয় আমদানি-রফতানিসহ যাবতীয় তথ্য এক স্থানে জমা দেয়া যাবে। ফলে সময় ও খরচ কমে আসবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের আইএফসির সিনিয়র অর্থনীতিবিদ ড. এম মাশরুর রিয়াজ, ‘ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো’ প্রকল্প পরিচালক খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×