ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনের উদ্যোগ

প্রকাশিত: ০৭:১০, ৮ আগস্ট ২০১৮

বঙ্গবন্ধু গোল্ডকাপের জাঁকজমকপূর্ণ উদ্বোধনের উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার ॥ অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ৬ জাতি বঙ্গবন্ধু গোল্ডকাপে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান করবে বাফুফে। ব্যাপারটি নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। আন্তর্জাতিক আসরটির দর্শকদের কথা বিবেচনায় রেখে সিলেটে বিভাগীয় স্টেডিয়ামে আয়োজন হতে পারে গ্রুপপর্বের ম্যাচগুলো। এদিকে সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ অনেকটা এগিয়েছে বলেও জানান সোহাগ। ৪-১৫ অক্টোবর পর্যন্ত ৬ জাতির অংশগ্রহণে বাংলাদেশে হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের আসর। বলা হচ্ছে দেশের ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা এটি। বাফুফে তাই টুর্নামেন্ট আয়োজনে নিয়েছে নানা পরিকল্পনা। হাতে বেশকিছু দিন সময় থাকলেও অংশগ্রহণকারী দেশগুলো নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে বাফুফে। বাংলাদেশ ছাড়া এরই মধ্যে অংশগ্রহণের ব্যাপারে মৌখিকভাবে নিশ্চিত করেছে তিনটি দেশ। শীঘ্রই নিশ্চিত হবে বাকি দুটি দেশও। তাছাড়া অন্যবারের তুলনায় এবার শক্তিশালী দল অংশ নিচ্ছে বলেও জানান বাফুফের সাধারণ সম্পাদক। বাকি আরও দুটি দল আসিয়ান অঞ্চলের হতে পারে। আগামী সপ্তাহ খানেকের মধ্যে বাকি দুই দলের নাম নিশ্চিত করতে পারে বাফুফে। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বৈচিত্র্য আনার চেষ্টা করছে ফুটবল ফেডারেশন। পুরো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেয়া হচ্ছে কে-স্পোর্টসকে। শীঘ্রই স্বাক্ষর হবে চুক্তি। আর দর্শকদের কথা বিবেচনায় টুর্নামেন্টের গ্রুপপর্বের ম্যাচ হবে সিলেট স্টেডিয়ামে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইনজুরিতে সফর শেষ ডুপ্লেসিসের স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টে ‘হোয়াইটওয়াশ’ হলেও টানা তিন জয়ে দুই ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তবে প্রোটিয়াদের জন্য দুঃসংবাদ ইনজুরির কারণে শ্রীলঙ্কা সফরটাই শেষ হয়ে গেছে অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিসের। রবিবার তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় শ্রীলঙ্কান ইনিংসের দশম ওভারে একটি ক্যাচ ধরতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়ে ডান কাঁধে ব্যথা পান তিনি। চিকিৎসা নিতে সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যান। ফলে পাঁচ ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ও সফরের একমাত্র টি২০তে খেলতে পারবেন না এই ডানহাতি ব্যাটসম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা ম্যানেজার মোহাম্মদ মুসাজি। একই ভেন্যু ক্যান্ডিতে চতুর্থ ওয়ানডে আজই।
×