ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এশিয়াডের হকি দল চূড়ান্ত

প্রকাশিত: ০৭:১০, ৮ আগস্ট ২০১৮

এশিয়াডের হকি দল চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় আসন্ন এশিয়ান গেমসের জন্য মঙ্গলবার বাংলাদেশ জাতীয় হকি দলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এতে ২৮ জনের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বিপ্লব কুজুর, রেজাউল বাবু, শফিউল আলম, মনোজ বাবু, মেহেদী হাসান জুবায়ের নিলয়, মাহবুব, দ্বীন ইসলাম ইমন, মহসিন এবং সাব্বির। চূড়ান্ত দলে আছেন : অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, কামরুজ্জামান রানা, সোহানুর রহমান সবুজ, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইমউদ্দিন, ফজলে রাব্বী, রাসেল মাহমুদ জিমি, পুস্কর খিসা মিমো, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক এবং আরশাদ। দক্ষিণ কোরিয়ায় প্রস্তুতি ক্যাম্প শেষে দেশ ফিরে আবারও অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। মূলত কোরিয়ায় যারা গিয়েছিলেন চূড়ান্ত দলে তারাই ঠাঁই পেয়েছেন। তবে চলমান অনুশীলনে যোগ দেননি কয়েকজন খেলোয়াড়। এ নিয়ে বেশ অসন্তুষ্ট কোচ গোপীনাথান কৃষ্ণমূর্তি। তবে বাকিদের নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। বাস দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় রাজধানীজুড়ে চলা আন্দোলনের কারণে অনেক খেলোয়াড়ই মাঠে যেতে পারছেন না। বিভিন্ন সংস্থায় চাকরির সুবাদে অনেকে শুধু এক সেশনে যোগ দিচ্ছেন। এতে বেশ বিরক্ত জাতীয় দলের কোচ। তিনি বলেন, ‘নানা অযুহাতে অনেকেই অনুশীলনে আসছে না। কোন কোচের কাছেই এটি ভাল লাগার কথা নয়। আর অল্প ক’দিন আছে এশিয়ান গেমসের। আমি খুবই বিরক্ত হচ্ছি। কিন্তু কাকে কি বলব, বললে কিছু হবে কিনা জানি না।’ বাকি যারা আছে তারা অনুশীলনে বেশ মনোযোগী। বিকেল চারটায় অনুশীলন করার কথা থাকলেও, আধাঘণ্টা আগেই কয়েকজন হাজির মওলানা ভাসানী স্টেডিয়ামের টার্ফে। শেষ মুহূর্তে দলের কৌশল ঠিক করতেই মনোযোগী সবাই। কোচ বলেন, ‘আমরা এখন কৌশল নিয়ে ভাবছি। ছেলেরা বড় দলগুলোর বিপক্ষে খেলতে ভয় পায়। সেগুলো নিয়ে কাজ করছি। কোরিয়ায় বড় দলগুলোর বিপক্ষে আমরা খেলেছি। এখন ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে আলাদা করে ছক কষছি। এশিয়ান গেমসে বাংলাদেশের সঙ্গে গ্রুপে আছে পাকিস্তান, ওমান, মালয়েশিয়ার মতো জায়ান্ট দলগুলো। এদের সঙ্গে কতটুকু পারবে বাংলাদেশ? আত্মবিশ্বাসী খেলোয়াড়রা। টার্গেট করছেন প্রথম ম্যাচের প্রতিপক্ষ ওমানকে। ২০ আগস্ট ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে হকি দলের এশিয়ান গেমস যাত্রা। তার আগে ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন জিমি-চয়নরা। ১৫ আগস্ট ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে হকি দল।
×