ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফেসবুক লাইভে রোনাল্ডোর প্রথম ম্যাচ

প্রকাশিত: ০৭:১০, ৮ আগস্ট ২০১৮

ফেসবুক লাইভে রোনাল্ডোর প্রথম ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ তিন সপ্তাহ হয়ে গেছে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে এসেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তবে এখনও ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে মাঠে নামা হয়নি পর্তুগাল অধিনায়কের। অবশ্য অভিষেক ম্যাচ খেলতে আর বেশি সময় নিচ্ছেন না ফিফা সেরা তারকা। শীঘ্রই জুভেন্টাসের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামবেন সি আর সেভেন। আর জুভেন্টাসের হয়ে রোনাল্ডোর এই অভিষেক ম্যাচসহ আরও কয়েকটি খেলা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সরাসরি দেখানো হবে। ইংল্যান্ডের প্রতিষ্ঠান ইলেভেন স্পোর্টস এই সম্প্রচার করবে। ফেসবুক লাইভে ‘ফ্রি’তে রোনাল্ডোর খেলা দেখা গেলেও বাংলাদেশী দর্শকদের কোন লাভ হচ্ছে না। হতাশার খবর হলো লাইভ দেখা যাবে শুধু ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে। ইলেভেন স্পোর্টস এক বিবৃতিতে জানিয়েছে, লীগ কমিটি এবং ফেসবুকের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে। লাইভের বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, দর্শকদের কথা বিবেচনা করে আমরা খেলা দেখানোর সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি স্পন্সর প্রতিষ্ঠান এবং দর্শকদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা হবে এটি। রোনাল্ডো প্রস্তুত হচ্ছেন ইতালির ঘরোয়া টুর্নামেন্ট সিরি’এতে খেলার জন্য। জুভেন্টাসের প্রথম ম্যাচ ১৮ আগস্ট। ওই ম্যাচে তাকে মাঠে দেখা যাবে।
×