ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘প্রাপ্য সম্মান পাওয়া উচিত মেসির’

প্রকাশিত: ০৭:০৮, ৮ আগস্ট ২০১৮

‘প্রাপ্য সম্মান পাওয়া উচিত মেসির’

স্পোর্টস রিপোর্টার ॥ আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির প্রাপ্য সম্মান পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার দায়িত্ব নেয়ার পর তিনি এই মন্তব্য করেন। দিনকয়েক আগে আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক খেলোয়াড় স্কালোনিকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল এ্যাসোসিয়েশন এএফএ। তার সহকারী হিসেবে নিয়োগ পান পাবলো আইমার। তাদের অধীনে আগামী মাসে গুয়েতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অনেকের ধারণা ছিল, রাশিয়া বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন মেসি। কিন্তু ফ্রান্সের কাছে হেরে শেষ ষোলো থেকে আর্জেন্টিনা ছিটকে পড়ার পর জাতীয় দলের হয়ে নিজের ক্যারিয়ার নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। প্রীতি ম্যাচের দল ঘোষণা ও মেসি প্রসঙ্গে স্কালোনি বলেন, আমরা দলের তালিকা তৈরি করিনি। এমনকি ছোট একটা অংশও না। এটা মেসিকে ডাকার সময় বলে আমি মনে করি না। দল যখন ঘোষণা করতে হবে তখন আমরা দেখব কি করা যায়। আমি তাকে (মেসিকে) ভালভাবে জানি এবং তার সঙ্গে কথা বলা নিয়ে আমি চিন্তিত নই। আমরা তাকে এমনভাবে মূল্যায়ন করতে চাই যাতে সে সত্যিকার অর্থে বুঝতে পারে যে, এখানে তার প্রতি সম্মান আছে। আমরা নিশ্চিতভাবে তাকে তার প্রাপ্য সম্মানের সঙ্গে মূল্যায়ন করব।
×