ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার ফিরছেন ক্রিকেটাররা

প্রকাশিত: ০৭:০০, ৮ আগস্ট ২০১৮

বৃহস্পতিবার ফিরছেন ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র সফর শেষ। এখন দেশে ফেরার পালা। আজকের দিন-রাত শেষ হলে বৃহস্পতিবার সকালেই দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। মাথা উঁচু করেই ফিরছেন তারা। যদিও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। কিন্তু ওয়ানডে ও টি২০ সিরিজ জিতে সেই হতাশা দূর করে দিয়েছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্রিকেটারদের বিমান অবতরণ করবে। যে দল নিজের দেশে টেস্ট খেলে তারাই ফেবারিট থাকে। বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজও তাই ছিল। দুই ম্যাচের টেস্ট সিরিজও তাই ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে হারে। দ্বিতীয় টেস্টে ১৬৬ রানে হার হয়। কিন্তু ওয়ানডে ফরমেটটা এমন যে দল ভাল খেলবে তারাই জিতবে। বাংলাদেশ যেখানেই এই ফরমেটে খেলুক সেখানেই শক্তিশালী দল হিসেবেই এখন খেলে। টেস্টে এমন হতাশাজনক অবস্থার পরও ঘুরে দাঁড়ানো, ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারানোই তা প্রমাণ করে। প্রথম ওয়ানডেতে ৪৮ রানে জিতেই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ওয়ানডেতে জেতার এত কাছে গিয়েও ৩ রানে হার হয়। তৃতীয় ওয়ানডেতে ১৮ রানে জিতে সিরিজই জিতে নেয় বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পর শুরু হয় তিন ম্যাচের টি২০ সিরিজ। যে ফরমেটে বাংলাদেশ এখনও ভাল দল হয়ে ওঠেনি। এই ফরমেটটাকে যেন সিরিজ শুরুর আগ পর্যন্ত অচেনাই থাকে বাংলাদেশ দলের। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজেও প্রতিটি ম্যাচে হারে বাংলাদেশ। তাই এই ফরমেটটি নিয়ে খুব বেশি উচ্চাশা ছিল না। অধিনায়ক সাকিব আল হাসান বরাবরই বলেছেন, ওয়ানডে সিরিজ থেকে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগানো গেলে জেতা সম্ভব। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে প্রথম টি২০তে বৃষ্টি আইনে ৭ উইকেটের হারে সেই আত্মবিশ্বাস দেখা গেল না। এরপরও সাকিব নিজের আত্মবিশ্বাসের সুরেই অবিচল ছিলেন। তিন ম্যাচের টি২০ সিরিজের শেষ দুটি টি২০ যে হয়েছে মার্কিন মুলুকে। ফ্লোরিডার লওডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড স্টেডিয়ামে হয়েছে শেষ দুটি টি২০ ম্যাচ। সাকিব সেখানে খেলেছেন। তিনি ভাল করেই জানেন, বাংলাদেশের পক্ষেই থাকবে উইকেট। আর তাই প্রথম টি২০ হারের পরও আত্মবিশ্বাসী ছিলেন সাকিব। ক্রিকেটাররাও আত্মবিশ্বাস দেখিয়েছেন। মানসিকভাবে চাঙ্গা হয়েছেন। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে খেলতে নেমে বাজিমাতও করেছেন। টানা দুটি টি২০ জিতে সিরিজ জয়ই করে ফেলেছেন। দ্বিতীয় টি২০তে ১২ রানে জেতার পর তৃতীয় টি২০তে বৃষ্টি আইনে ১৯ রানে জিতেছে বাংলাদেশ। ২০১২ সালের পর দ্বিপক্ষীয় কোন টি২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট খেলুড়ে কোন দলের বিপক্ষে একাধিক ম্যাচের টি২০ সিরিজেও জয় হয়েছে। টি২০’র বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে সিরিজে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। টি২০ ক্রিকেটটা যেন এখন রপ্তও করে ফেলেছেন ক্রিকেটাররা। সাকিবই যেমন মনে করছেন এখন থেকে টি২০তে জেতার ধারাবাহিকতাতেই থাকবে দল। তিনি বলেছেন, ‘ছেলেরা জয়ের জন্য অবিশ্বাস্য চেষ্টা চালিয়েছে। প্রথম টি২০ ম্যাচে হারের পর দল কঠিন মানসিকতার পরিচয় দিয়েছে। আমাদের বিশ্বাস ছিল ঘুরে দাঁড়াতে পারব। আমরা বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি এবং দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। টি২০ ক্রিকেটে আমাদের রেকর্ড ভাল নয়। তবে এখান থেকে দল জয়ের ধারায় থাকবে আশা করছি।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা এখন শিখেছি কিভাবে টি২০ ক্রিকেটে ম্যাচ জিততে হয়। বিশেষ করে টানটান মুহূর্তের ম্যাচ। আমরা অনেকগুলো ম্যাচ জয়ের কাছে গিয়ে হেরেছি। কিন্তু এখন আমরা সেগুলো জিততে শুরু করেছি। টি২০ সিরিজ আমাদের জয় পেতে আত্মবিশ্বাস দিয়েছে।’ আগামীতে দেশের বাইরে টেস্ট জেতার আশাও করছেন সাকিব, ‘এখন আমাদের টেস্ট ক্রিকেটে জয় পেতে হবে। টেস্টে আমরা দেশের মাটিতে ভাল করছি। এখন আমাদের ঘরের বাইরেও ভাল করতে হবে।’ বিদেশের মাটিতে টেস্ট জেতার আশা যেন পূরণ হয়। সেই আশা সবসময়ই থাকে। এবার হয়নি। সামনে তা হবে সেই আশা সাকিবের। তবে আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি২০ সিরিজ জেতার উৎসবই চলছে। আনন্দ নিয়েই বৃহস্পতিবার সকালে দেশে ফিরছেন ক্রিকেটাররা।
×