ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চউকের মেগা প্রকল্প বিষয়ে অবহিত নয় জনগণ

প্রকাশিত: ০৬:৫৪, ৮ আগস্ট ২০১৮

চউকের মেগা প্রকল্প বিষয়ে অবহিত নয় জনগণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর জলাবদ্ধতা নিরসনে বাস্তবায়নাধীন ৫ হাজার ৬শ’ কোটি টাকার মহাপ্রকল্পের কাজ সম্পর্কে জনগণ অবহিত নয় বলে জানিয়েছে ‘পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম।’ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফোরাম নেতারা বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এই মেগা প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। কিন্তু এ বিষয়ে সাধারণ মানুষ কিছুই জানে না। সে জন্য এ বিষয়ে পরামর্শ দিয়ে কোন সহযোগিতা করাও সম্ভব হচ্ছে না। ফোরামের সভাপতি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মু. সিকান্দার খান বলেন, চউক যে মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন করছে সেগুলোর পরিকল্পনা বিষয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু সে পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কী না তা কেউ জানে না। কেননা, এ বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়নি। বাস্তবায়নকারী কর্তৃপক্ষ চাইলে আমরা এ বিষয়ে সহযোগিতা করতে চাই। পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম নেতৃবৃন্দ জলাবদ্ধতা নিরসনে চউকের গৃহীত ও বাস্তবায়নাধীন পরিকল্পনাগুলো জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, তাহলে সাধারণ মানুষের সম্পৃক্ততা ও সহযোগিতা বাড়বে। তারা বলেন, আমরা সহযোগিতা করতে ইচ্ছুক, কিন্তু অবহিত না করায় কিছুই বলতে পারছি না।
×