ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বন্দর শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহ্বান মেয়রের

প্রকাশিত: ০৬:৫৩, ৮ আগস্ট ২০১৮

বন্দর শ্রমিকদের দাবি মেনে নেয়ার আহ্বান মেয়রের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারীদের যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, এই শ্রমিকরা তাদের কায়িক পরিশ্রমে বন্দরের সক্ষমতার উন্নয়ন ঘটিয়েছে। তাই তাদের প্রতি অবহেলা নয়, সম্মান চাই। মঙ্গলবার অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, চট্টগ্রাম বন্দরের এই সক্ষমতা বৃদ্ধির পেছনে শ্রমিক কর্মচারীদের ভূমিকাই মুখ্য। শ্রমিক কর্মচারীদের দাবিসমূহ শতভাগ যৌক্তিক। বিশাল এই বন্দরে পর্যাপ্ত পরিমাণ টয়লেট, গোসল খানাসহ নিত্য ব্যবহার্য্য সুবিধাদি না থাকা অনাকাক্সিক্ষত। কাজের পরিবেশ সৃষ্টির জন্য অবশ্যই জনগুরুত্বপূর্ণ সুবিধাদি থাকা অপরিহার্য। এতে বন্দরের ভাবমূর্তি বৃদ্ধি পাবে। তিনি শ্রমিকদের ঐক্য প্রত্যাশা করে বলেন, ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নের জন্য শ্রমিকদের ঐক্য প্রয়োজন। মামলা, মোকদ্দমা বা আন্দোলন-সংগ্রাম মুখ্য বিষয় নয়। শ্রমিক ঐক্যবদ্ধ থাকলে সকল অধিকার আদায় করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। বাজেটের দুই তৃতীয়াংশ অর্থ এ বন্দর থেকে যোগান হয়ে থাকে। তাই চট্টগ্রাম বন্দর সচল থাকলে দেশও সচল থাকবে। তিনি বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবিগুলো মেনে নেয়ার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সভাপতি মোহাম্মদ মীর নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সফর আলী, কাউন্সিলর হাজী মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস, হাজী মোঃ কামাল, নুরুল আবছার, সরোয়ার মিয়া, হুমায়ুন কবির, মোঃ আবু বক্কর চৌধুরী বাপ্পী প্রমুখ।
×