ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিজিটাল হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার উদ্বোধন

প্রকাশিত: ০৬:৫৩, ৮ আগস্ট ২০১৮

ডিজিটাল হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৭ আগস্ট ॥ দেশের প্রথম ডিজিটাল ইউপি হোল্ডিং ট্যাক্স ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার প্রথম উদ্বোধন হলো পাবনায়। মঙ্গলবার দুপুরে চাটমোহরের মুলগ্রাম ইউনিয়ন পরিষদে এক অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল। স্বাগত বক্তব্য দেন, মুলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল। ছুরিকাঘাতে যুবক খুন নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, চট্টগ্রাম, ৭ আগস্ট ॥ বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী জহুজ পাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবক খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টায় সংঘটিত ঘটনায় ছুরিকাঘাতে নিহত আবু হেনা (২১) ওই এলাকার আবু আহমদের পুত্র। এ দিকে ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান গুনাগরী পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ওসি তদন্ত) আতাউল হক চৌধুরী। জানা যায়, পশ্চিম গুনাগরী জহুজ পাড়া এলাকার মুন্সি মিয়ার পুত্র মোঃ আক্কাছের সঙ্গে নিহত আবু হেনার বাগানের পেয়ারা পাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আক্কাসের হাতে থাকা ধারাল ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে আবু আহমদকে। পরবর্তীতে আশপাশের লোকজন এগিয়ে আসলে আক্কাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
×