ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৬:৫২, ৮ আগস্ট ২০১৮

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর/নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ল্যাম্প হাসপাতালের সামনে বিশকাড়ী মোড়ে মোটরসাইকেলের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নবাবগঞ্জ উপজেলার চকফরিদ গ্রামের জংলু পুত্র শুকলাল (৩২) নিহত হন। গুরুতর আহত জয়ন্ত মহন্তকে (৪১) হলদিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জয়ন্ত একই উপজেলার একই গ্রামের কার্তিক চন্দ্র রায়ের পুত্র। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতদের লাশ ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর স্বজনের কাছে হস্তান্তর করা হয়। নীলফামারীতে বৃদ্ধ স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাল ৬০ বছরের বৃদ্ধ মফিজার রহমান। মঙ্গলবার সকালে জলঢাকা সড়কের হাতিবান্ধা এলাকার অংকুর হিমাগারের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় উক্ত বৃদ্ধ তার ছেলে মোতালেবসহ চার্জারভ্যানে নীলফামারী আসছিল। বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক্টর চার্জারভ্যানটিকে ধাক্কা দিলে বৃদ্ধ মফিজার রহমান ভ্যান হতে ছিটকে রাস্তায় পড়ে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়। সিদ্ধিরগঞ্জে রিক্সা চালক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় একটি অটোরিক্সাকে ট্রাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সাচালক সাজু (৩০) নিহত হয়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। নিহত সাজু সিলেট জেলার গোয়াইনঘাট থানার তামাবিল এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় নবাবের বাড়িতে ভাড়া থাকত। জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় থেকে দুইটি অটোরিক্সা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে উল্টো পথে শিমরাইল মোড়ে আসছিল। এ সময় ঢাকামুখী দ্রুতগামী একটি ট্রাক অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সাচালক সাজু নিহত হয়।
×