ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারাভোগ শেষে দেশে ফিরেছে চার কিশোর

প্রকাশিত: ০৬:৫২, ৮ আগস্ট ২০১৮

কারাভোগ শেষে দেশে ফিরেছে চার কিশোর

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শিশু শোধনাগারে বাংলাদেশী চার শিশু-কিশোর আটক থাকার পর তারা হিলি সীমান্ত চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে। মঙ্গলবার দুপুর ১২টায় দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি শিপ্রা রায় বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের ওসি আফতাব হোসেনের কাছে ওই চার কিশোরকে হস্তান্তর করেন। এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা ও ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার বিকে হালদার উপস্থিত ছিলেন। দেশে ফেরত আসা কিশোররা হলো, দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার ময়ুরবাগ গ্রামের আব্দুল হাকিমের ছেলে হাবিব মিয়া (১৭), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার হবিগঞ্জ গ্রামের আবুল হাশেমের ছেলে আরিফ হোসেন (১৭), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সন্ন্যাসীর বাজার গ্রামের মোজাম্মেল হকের ছেলে উজ্জ্বল হোসেন (১৭) ও নওগাঁ জেলার পতিœতলা থানার চকনিরখিন গ্রামের বাদল মালির ছেলে চঞ্চল মালি (১৬)। ভারতের বালুরঘাট শিশু অবজারভেশন হোমের কো-অর্ডিনেটর সুরুজ দাশ বলেন,‘ওই চার কিশোর প্রায় দেড় বছর আগে কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। এর পর হিলির বালুপাড়া থেকে তিন কিশোরকে পুলিশ ও একজনকে বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে বিএসএফ আটক করে। পরে পুলিশ ও বিএসএফ তাদের আদালতে সোপর্দ করে।
×