ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ০৬:৫১, ৮ আগস্ট ২০১৮

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ২০১৭ সালে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে নীলফামারী পুলিশ লাইন্স একাডেমি। মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স একাডেমি চত্বরে এ সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে ফুল, বই, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের আরও বেশি করে বই পড়ায় অনুপ্রাণিত হবার আহ্বান জানিয়ে বলেন আগামীতে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রেষ্ঠ শিক্ষকদেরও পুরস্কৃত করা হবে। প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র দাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান প্রমুখ। মাদক বিক্রেতা গুলিবিদ্ধ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুলিশের মাদকবিরোধী অভিযানে গোদাগাড়ির চিহ্নিত মাদক বিক্রেতা ইব্রাহীম হোসেন গুলিবিদ্ধ হয়েছে। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। ইব্রাহীম গোদাগাড়ি উপজেলার মহিষালবাড়ি এলাকার ইসরাইল হোসেনের ছেলে। ঘটনাস্থল থেকে ৫শ’ গ্রাম হেরোইন, একটি বিদেশী পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ (সদর) সুপার আবদুর রাজ্জাক জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবদিপুর ইটভাঁটি এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
×