ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫১, ৮ আগস্ট ২০১৮

টুকরো খবর

পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় খালাত ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলো- লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের রিয়াজ হাওলাদারের ছেলে হৃদয় (৪) ও একই জেলার রামগতির আলেকজান্ডার গ্রামের আশরাফ হাওলাদারের মেয়ে আসমা (৫)। তারা চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামের নানাবাড়িতে বেড়াতে এসেছিল। নিহত দুই শিশুর পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময়ে হৃদয় ও তার খালাত বোন আসমা বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। কিন্তু এরপর প্রায় ঘণ্টাখানেক ধরে বাড়ির কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই বাড়ির পুকুরে দুইজনের ভাসমান লাশ দেখতে পেয়ে তারা চিৎকার দেয়। নীলফামারীতে প্রকৌশলীর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ শামীম হোসেন (২৫) নামের এক সিভিল প্রকৌশলী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গরবার দুপুর ১২টায় সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী দোনদরি গ্রামের নিজ বসতঘর হতে তার লাশ পুলিশ উদ্ধার করে। প্রকৌশলী শামীম হোসেন উক্ত গ্রামের মৃত কাশেম আলী ছেলে। তবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। সূত্রে জানা যায়, শামীম হোসেন রাজশাহী পলিটেকনিক্যাল কলেজ হতে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে চাকরিরত ছিল। গত ৭ দিন আগে ওই চাকরি ছেড়ে সে বাড়ি ফিরে আসে। এরপর সিরাজগঞ্জ জেলায় আরেক বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি হয় তার। বুধবার নতুন কর্মস্থলে তার যোগদানের কথা ছিল। নিহত শামীম হোসেনের চাচা আব্দুর ওয়াহেদ জানান, মঙ্গলবার সকালে তার মা তাকে ঘুম থেকে তোলার জন্য ডাকাডাকি করে। কিন্তু কোন সাড়াশব্দ পাওয়া না যাওয়ায় ঘরের জানালা দিয়ে দেখা যায় ঘরের তীরে গলায় ফাঁস অবস্থায় সে ঝুলছে। শিশু ধর্ষণ চেষ্টা ॥ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ তৃতীয় শ্রেণীর এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গলাচিপা থানার পুলিশ মাদ্রাসা শিক্ষক মোঃ খলিলুর রহমান মৃধা ওরফে খলিল মাস্টারকে পৌর শহরের ভাড়া বাসা গ্রেফতার করেছে। এ ঘটনায় ওই শিশু ছাত্রীর মা বাদী হয়ে গলাচিপা থানায় খলিল মাস্টারকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। খলিল মাস্টার (৫০) উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মৃত মতলেব মৃধার ছেলে এবং উত্তর মাছুয়াখালী হানিফি দাখিল মাদ্রাসার সামাজিক বিজ্ঞানের শিক্ষক। জানা গেছে, ১০ বছর বয়সী ওই শিশু ছাত্রী সমবয়সী চারজন সহপাঠীর সঙ্গে অন্যদিনের মতো সোমবার বিকেলে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের খলিল মাস্টারের ভাড়াটে বাসায় প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ানো শেষে খলিল মাস্টার চার সহপাঠিকে পাশের কক্ষে ঘুমানোর জন্য রেখে বাইরে থেকে দরজা আটকে দেয়। সামনের কক্ষে খলিল মাস্টার ওই শিশুটিকে একা রেখে ধর্ষণের চেষ্টা করে। ১৬ প্রতিষ্ঠান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেহেন্দিগঞ্জ উপজেলা সদরের পাতারহাট বন্দরের তেমুহনী চত্বরে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকা-ে বন্দরের ১৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। স্থানীয়রা জানান, বন্দরের তেমুহনী চত্বরের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান পার্শ¦বর্তী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকা-ে ১৬টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত ও চারটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মির্জাপুরে ৮ জুয়াড়িকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৭ আগস্ট ॥ মির্জাপুরে ৮ জুয়াড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজগর হোসেন তাদের এই জরিমানা করেন। পুলিশ জনায়, মির্জাপুর সদরের অগ্রণী ব্যাংকের পেছনে একটি ছাপড়া ঘরে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে লাখ লাখ টাকার জুয়া খেলা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, পুষ্টকামুরী গ্রামের শরিফুল ইসলাম, আলমগীর হোসেন খোকন, মোঃ নজরুল, মনজু, জুয়েল খান, গোড়াইল গ্রামের আবির হোসেন, মজিদ মিয়া ও মির্জাপুর বাজারের মন্টু মিয়া।
×