ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় আটকে পড়াদের বিমান ভাড়া বহনের অঙ্গীকার

প্রকাশিত: ০৬:৪৯, ৮ আগস্ট ২০১৮

মালয়েশিয়ায় আটকে পড়াদের বিমান ভাড়া বহনের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মালয়েশিয়ায় কারাবন্দী উখিয়া টেকনাফের বাসিন্দাদের নিজ খরচে দেশে ফিরিয়ে আনবেন আবদুর রহমান বদি এমপি। সম্প্রতি তিনি মালয়েশিয়া সফরে গেলে জানতে পারেন, বিমান ভাড়া দিতে না পেরে সাজা ভোগ শেষেও অনেকে আটকে রয়েছে মালয়েশিয়ায়। এদের মধ্যে উখিয়া টেকনাফের বহু যুবক রয়েছে। মঙ্গলবার বিকেলে এমপি বদি স্থানীয় সাংবাদিকদের বলেন, তার সংসদীয় আসন উখিয়া-টেকনাফের বাসিন্দা মালয়েশিয়ায় অবস্থানরত ব্যক্তিদের নিজ অর্থায়নে ফেরত আনার উদ্যোগ নিয়েছি। ওই ব্যক্তিদের বিমান ভাড়া বাবদ যত টাকা লাগে, তা অনুদান হিসেবে ব্যয় করা হবে। মালয়েশিয়ায় যাদের স্বজনরা রয়েছে, প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে এমপি বদির সঙ্গে সাক্ষাত করতে অনুরোধ করেন তিনি। জানা গেছে, সম্প্রতি সরকারী সফরে জাপান থেকে মালয়েশিয়া সফর করেন এমপি বদি। মালয়েশিয়ায় বাংলাদেশী হাইকমিশনের মাধ্যমে তিনি জানতে পারেন, বিমান ভাড়া না থাকায় অনেক প্রবাসী সেদেশে আটকা পড়ে আছে। পরকীয়ায় জড়িত শিক্ষক-শিক্ষিকার অপসারণের দাবি নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৭ আগস্ট ॥ পরকীয়ায় আসক্ত বাউফলের হোসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষক ও শিক্ষিকার অপসারণের দাবিতে ক্লাস বর্জন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী এবং অভিভাবকরা। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় । জানা গেছে, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান ও লুবনা আক্তার দীর্ঘদিন ধরে পরকীয়া করে আসছিল। আনিছুরের স্ত্রী রয়েছে। আর লুবনা বিধবা ও এক সন্তানের জননী। শিক্ষিকা লুবনা আক্তার মঙ্গলবার শ্রেণী কক্ষে গেলে শিক্ষার্থীরা ক্লাস রুম থেকে বের হয়ে যান। এরপর শিক্ষার্থীরা তাদের অপসারণের দাবিতে বিদ্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ করে। একপর্যায়ে অভিভাবকরাও শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।
×