ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যাংকিং সেবা দিতে আগ্রহী ফেসবুক

প্রকাশিত: ০৬:৩৯, ৮ আগস্ট ২০১৮

ব্যাংকিং সেবা দিতে আগ্রহী ফেসবুক

নিজেদের প্ল্যাটফর্মে ব্যাংকিং সেবা দিতে বিভিন্ন আর্থিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ফেসবুক। এর মাধ্যমে সংস্থাগুলো এ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার সুবিধা ও কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেনের তথ্যসহ আরও অনেক সেবা দিতে পারবে বলে জানিয়েছে ফেসবুক। ইতোমধ্যেই বিভিন্ন আর্থিক সংস্থা যেমন পেপ্যাল, মাস্টারকার্ড ও আমেরিকান এক্সপ্রেসের গ্রাহকরা তাদের এ্যাকাউন্টগুলো ফেসবুকে মেসেঞ্জারের সঙ্গে সংযুক্ত করতে পারছেন। কিন্তু ফেসবুক এই সেবা আরও বৃহৎ পরিসরে চালু করতে আগ্রহী। তাই তারা বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান ও ক্রেডিট কার্ড কোম্পানির সঙ্গে চুক্তি করতে চাইছে। এ ধরনের চুক্তি হলে কোম্পানিগুলো গ্রাহকদের মেসেঞ্জারে বা এ্যাপের মাধ্যমেই সেবা দিতে পারবে। ব্যবহারকারীদের ব্যাংকিং সেবা দিতে ব্যাংকগুলো তাদের গ্রাহকদের এ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য দিতে বলেছে ফেসবুক। -অর্থনৈতিক রিপোর্টার এবি ব্যাংক সম্প্রতি ঘোশাইল বাজার, কুথুরী, নবাবগঞ্জ, ঢাকায় এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মিজানুর রহমান কেন্দ্রটির উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মল রঞ্জন গুহ ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ
×