ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রানার অটোমোবাইলসের বিডিংয়ের তারিখ নির্ধারণ

প্রকাশিত: ০৬:৩৩, ৮ আগস্ট ২০১৮

রানার অটোমোবাইলসের বিডিংয়ের তারিখ নির্ধারণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি বিডিংয়ের অনুমোদন পাওয়া কোম্পানি রানার অটোমোবাইলের নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টায় এই বিডিং/ নিলাম শুরু হবে। যা চলবে ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। গত ১০ জুলাই রানার অটোমোবাইলকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি বা বিডিংয়ের অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। জানাযায়, রানার অটোমোবাইল লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকায় কোম্পানিটি গবেষণা ও উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ ও প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে। ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। আলোচ্য বছরে কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন পরবর্তী শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৫৫ টাকা ৭০ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া এনএভি ৪১ টাকা ৯৪ পয়সা। উল্লেখ, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
×