ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সন্দ্বীপ চ্যানেলে সংঘর্ষে ১১শ’ টন গমবোঝাই জাহাজডুবি

প্রকাশিত: ০৬:৩০, ৮ আগস্ট ২০১৮

সন্দ্বীপ চ্যানেলে সংঘর্ষে ১১শ’ টন গমবোঝাই জাহাজডুবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের কাছাকাছি এলাকায় ১১শ’ টন গমবোঝাই একটি লাইটার জাহাজ নিমজ্জিত হয়েছে। মঙ্গলবার ভোরে আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষে এই জাহাজটি ডুবে যায়। এমভি পাটগাটি-২ নামের এই জাহাজ গম নিয়ে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রেডিও কন্ট্রোল সূত্রে জানা যায়, এমভি পাটগাটি-২ জাহাজটি বহির্নোঙ্গরে একটি মাদর ভেসেল থেকে গম বোঝাই করে নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা করে। বন্দর সীমানা থেকে সাত নটিক্যাল মাইল দূরে সন্দ্বীপ চ্যানেলের কাছাকাছি এলাকায় গিয়ে এটি দুর্ঘটনায় পতিত হয়। নিয়ন্ত্রণ হারানো এই জাহাজ এমভি আবদুল্লাহ আসিফ-১০ নামের আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে তলা ফেটে পানি ঢুকে এক পর্যায়ে ডুবে যায়।
×