ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে ২০২ জোড়া বন্য প্রাণী ও পাখি উদ্ধার

প্রকাশিত: ০৬:২৯, ৮ আগস্ট ২০১৮

শাহজালালে ২০২ জোড়া বন্য  প্রাণী ও পাখি উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২ জোড়া বিপন্ন প্রজাতির বণ্যপ্রানী ও পাখি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও ঢাকা কাস্টম হাউস। উদ্ধারকৃত প্রাণীর মধ্যে রয়েছে, ১৭০ জোড়া লাভ বার্ড, ৩ জোড়া বেবি প্যারেট, ৩ জোড়া কোকাটেল (কাকাতুয়া), ১০ জোড়া কনুর, ৩ জোড়া ময়ূর, ১ জোড়া এরা এ্যারোনা, ৫ জোড়া গ্রিন উইং প্যারাকিট, ২ জোড়া এ্যারাউনা, ২ জোড়া বাজ্রিগার, ১ জোড়া লামুর র‌্যাবিট ও ২ জোড়া মারমুস র‌্যাবিটসহ মোট ২০২ জোড়া বিপন্ন পাখি ও বণ্যপ্রানী। মঙ্গলবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মোঃ সহিদুল ইসলাম জানান, পাখিগুলোর বাজার মূল্য প্রায় ৪৪ লাখ টাকা। সোমবার গভীর রাতে দক্ষিণ আফ্রিকা থেকে আমদানিকৃত পাখি ও বন্যপ্রানী উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের খাঁচায় সংরক্ষণের জন্য দেয়া হয়েছে। শুল্ক গোয়েন্দা জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এয়ারফ্রেইট সার্কেল, ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ ইউনিট ও এয়ারফ্রেইট ইউনিটের যৌথ অভিযানে ২০২ জোড়া বিপন্ন প্রজাতির বণ্যপ্রানী ও পাখি উদ্ধার করে। পরে গভীররাতে পাখিগুলো বন কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করা হয়েছে। এদিকে স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উদ্ধার হওয়া বন্য পাখি ও প্রাণীগুলোর অবশেষে ঠাঁই হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।
×