ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খালেদার জামিন ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল

প্রকাশিত: ০৬:২৮, ৮ আগস্ট ২০১৮

খালেদার জামিন ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ল

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে উপস্থিত করেনি কারা কর্তৃপক্ষ। অন্যদিকে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ রফিকুল আমিনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্ট ও বিচারিক আদালত এ আদেশগুলো প্রদান করেছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। খালেদা জিয়া অসুস্থ থাকায় এদিন খালেদার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকার ৫ নং বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য ওই একই দিন ধার্য করে আদালত। মামলা বাতিলের আবেদন খারিজ ॥ সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা বাতিল চেয়ে ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ রফিকুল আমিনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এ আদেশের ফলে বিচারিক আদালতে মামলাটি চলবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। এ সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ খারিজ করে দেয়।
×